Connect with us
ফুটবল

বাংলাদেশ বনাম লেবানন ম্যাচ কবে কোথায়? যা জানা গেল

Bangladesh vs Lebanon
বাংলাদেশ বনাম লেবানন। ছবি- সংগৃহীত

নিশ্চিত হলো বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ বনাম লেবানন ম্যাচের ভেন্যু। আগামী ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় রাত ১০ টা) খেলতে নামবে জামাল ভূঁইয়ারা। 

গতকাল (২৪ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি  নিশ্চিত করেছে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন ছাড়াও এর আগে ফিলিস্তিনের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল জামাল ভূঁইয়ারা।

এর আগেও অবশ্য কাতারে একাধিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে লাল-সবুজদের গ্রুপে বাকি তিন দল হলো অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।

এর মধ্যে সকারুরা বাদে বাকি দুই দেশের নিজেদের হোম ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হয় অভ্যন্তরীণ ঝামেলার কারণে।

এই যেমন মার্চ উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে ম্যাচ খেলতে হয়েছিল বাংলাদেশকে। সেবার ম্যাচের আগে জাতীয় দলকে সৌদি আরবে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করিয়েছিলেন দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

তবে জুনে লেবাননের বিপক্ষে ম্যাচের আগে এবার সে সুযোগটা পাচ্ছেন না তিনি। কেননা ২৯ মে পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলবে।

বাছাইপর্বে এ পর্যন্ত চার ম্যাচ খেলে জামাল ভূঁইয়ার দলের সংগ্রহ মোটে ১ পয়েন্ট। ঘরের মাঠে শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট পেয়েছিল লাল-সবুজরা।

লেবাননের বিপক্ষে ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে হোম ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। ২০১৫ সালের পর আবারও বাংলাদেশের মাটিতে আসবে এশিয়ার পাওয়ারহাউস অস্ট্রেলিয়া।

আগামী ০৬ জুন অনুষ্ঠিত হবে এই ম্যাচ। খেলাটি বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস এ্যারেনায় অনুষ্ঠিত হবে। এরপর বাছাইপর্বের শেষ ম্যাচে ১১ জুন বাংলাদেশ বনাম লেবানন খেলবে।

আরও পড়ুন: আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড তেভেজ হাসপাতালে 

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল