Connect with us
ফুটবল

বাংলাদেশ বনাম লেবানন : কাবরেরার ক্যাম্পে নতুন দুই ফুটবলার

আলমগীর মোল্লা এবং দীপক রায়। ছবি- সংগৃহীত

বর্তমানে ফুটবলে বাংলাদেশের অন্যতম সেরা দুই পারফর্মার রাকিব হোসেন এবং সাদ উদ্দিন। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে হলুদ কার্ড পেয়ে আগামীকাল লেবাননের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাচ্ছে না এই দুই ফুটবলারকে। দু’জনের নিষেধাজ্ঞার দরুণ এবার তাই নতুন দুই ফুটবলারকে ক্যাম্পে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

ক্যাম্পে ডাক পাওয়া দু’জন হলেন – আলমগীর মোল্লা এবং দীপক রায়। আলমগীরের ন্যাচারাল প্লেয়িং পজিশন রাইট ব্যাক যেখানে সাদ উদ্দিন খেলেন। আর দীপক রায় খেলেন রাকিব হোসেনের পজিশনে।

জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ উইঙ্গার দীপক রায় ক্লাব ফুটবলে খেলেন শেখ রাসেলে। আর আগেই জাতীয় দলে অভিষিক্ত আলমগীর মোল্লা খেলেন আবাহনীর হয়ে। এই দু’জনই বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ঘোষিত ৩০ জনের প্রথমিক দলে থাকলেও ২৩ জনের চূড়ান্ত দলে ছিলেন না।

দল দেশে ফেরার পর পরশু রাতেই ক্যাম্পে উঠে গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে। তবে আগামীকাল ম্যাচ খেলতে না পারলেও রাকিব এবং সাদকে দলের সাথেই রেখে দিয়েছেন বাংলাদেশ কোচ কাবরেরা।

আরও পড়ুন: উড়তে থাকা ভারতকে ২৪০ রানেই আটকে দিল অস্ট্রেলিয়া

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল