নিউজিল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাত ছাড়া করলেও—শেষ ম্যাচে রেকর্ড গড়ে সফরের প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। টাইগার বোলারদের আগুনঝড়া বোলিংয়ে নাস্তানাবুদ কিউই শিবির ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাস্ত হয়। আর এতেই সিরিজ হারের দুঃখ ভুলে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের রসদ খুঁজে পেয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।
এদিকে ওয়ানডে সিরিজ ভোর বেলায় শুরু হলেও আসন্ন টি-টোয়েন্টি সিরিজে টাইগার ভক্তদের জন্য সুসংবাদ রয়েছে। শীতের রাতে ভোরে খেলা দেখতে হবে না। সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুরে, অন্যটি সকালে।
অপরদিকে ব্ল্যাকক্যাপসদের মাটিতে টি-টোয়েন্টি সমীকরণ একেবারের সুখকর না টিম বাংলাদেশের। আগের ৯ ম্যাচে একটিতেও জয়ের জল্প নেই বাংলাদেশের। এবার নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস গড়ার সুযোগ। যেখানে টাইগারদের পালে হাওয়া দিচ্ছে শেষ ওয়ানডেতে করা দাপুটে পারফর্ম। সৌম্য-শান্তদের সামনে বড় সুযোগ।
এক নজরে টি-টোয়েন্টি সিরিজ সূচি
ম্যাচ | তারিখ | ভেন্যু | সময় |
প্রথম | ২৭ ডিসেম্বর | নেপিয়ার | দুপুর ১২টা ১০ মিনিট |
দ্বিতীয় | ২৯ ডিসেম্বর | মাউন্ট মঙ্গানুই | দুপুর ১২টা ১০ মিনিট |
তৃতীয় | ৩১ ডিসেম্বর | মাউন্ট মঙ্গানুই | সকাল ৬টা |
বাংলাদেশের টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।
আরও পড়ুন: দীর্ঘ ৮ বছর পর আইপিএলে ফেরার অনুভূতি জানালেন মিচেল স্টার্ক
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এসএ