Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান : এক নজরে টেস্ট সিরিজের সময়সূচি

Bangladesh vs pakistan
বাংলাদেশ বনাম পাকিস্তান। ছবি- সংগৃহীত

দুই দিন আগেই পাকিস্তানের মাটিতে পা দিয়েছে জুনিয়র টাইগাররা। পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে চার দিনের দুটি ও এক দিনের তিনটি ম্যাচ খেলবে যুবারা। এবার যাচ্ছেন সিনিয়র টাইগাররা। পাকিস্তানের সঙ্গে দুটি টেস্ট সিরিজ খেলবে শান্ত বাহিনী। ২০২০ সালের পর পাকিস্তানে এটি বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। সিরিজটি সামনে রেখে নতুন সূচি অনুযায়ী সোমবার (১৩ অগাস্ট) সকালে লাহোরে পৌঁছে টিম বাংলাদেশ। ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবেন টাইগার ক্রিকেটাররা। পরে ১৭ অগাস্ট ইসলামাবাদে যাবেন শান্তরা। সেখানে তিন দিন অনুশীলনের পর শুরু হবে প্রথম টেস্ট। পরে ৩০ অগাস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

এদিকে আগের সূচি অনুযায়ী ১৭ অগাস্ট পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। তবে বাংলাদেশে সরকার পতনের প্রেক্ষাপটে ভালো অনুশীলন না হওয়ায় ৩ দিন আগেই দেশটিতে যাচ্ছেন টাইগাররা। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর (বিসিবি) অনুরোধ রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

আরও পড়ুন :

» পাকিস্তান সিরিজের দল ঘোষণা, সাকিবসহ আছেন যারা

» ‘কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে খেলা থেকে অবসর নেয়া উচিত’

» দায়িত্ব নিয়েই তিন বিষয়ে সংস্কারের সিদ্ধান্ত নিলেন ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ইতোমধ্যে ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসান। দেশে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি।

এছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে পরবর্তীতে সরকার ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেই সরকারের এমপি ছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের অনেক এমপি-মন্ত্রী ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে আত্মগোপনে আছেন। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে সেই প্রভাব পড়ছে না।

এক নজরে দুই টেস্ট সিরিজের সময়সূচি

দল ম্যাচ তারিখ    সময়  ভেন্যু
বাংলাদেশ-পাকিস্তান  প্রথম টেস্ট ২১ আগস্ট সকাল ১১টা  ৩০ রাওয়ালপিন্ডি
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট সকাল ১১টা  ৩০ করাচি

বাংলাদেশের ১৬ সদস্যের দলে আছেন যারা 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন কুমার দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট