Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা : লিটন আউট জাকের ইন

Litton Das and Jaker Ali
লিটন দাস এবং জাকের আলী। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। এবার ওয়ানডে সিরিজেও টাইগারদের আকাশে শঙ্কার মেঘ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ের আনন্দ স্নান হয়েছে দ্বিতীয় ম্যাচে হার। এবার টি-টোয়েন্টি সিরিজের মতোই ওয়ানডের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।

এবার সিরিজ জয়ের মিশনে শান্ত বাহিনীর স্কোয়াডে পরিবর্তন এনেছে বোর্ড। শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করা নতুন স্কোয়াডে কপাল পুড়েছে টাইগার ওপেনার লিটন কুমার দাসের। অফ ফর্মের কারণে বাদ পড়েছেন তিনি, তার জায়গায় দলে ডাক পেয়েছেন গত টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়ানো জাকের আলি অনিক।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ মার্চ লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হতে পারে মারকুটে এই ব্যাটারের।

এদিকে ওয়ানডে ক্যাপ পরার অপেক্ষায় থাকা জাকের আলির প্রথম শ্রেণির ক্রিকেটে রানের ঝুলি বেশ সমৃদ্ধ। প্রায় ২ হাজার রান করেছেন তিনি, গড় ৩৫।

অপরদিকে হঠাৎ দল থেকে লিটন আউট জাকের ইন এর নেপথ্যে কী? এর উত্তর শেষ দুই ম্যাচ দেখা সমর্থকদের আর জানার বাকি নেই। মূলত রান খড়ার কারণেই বাদ পড়েছেন তিনি। গত দুই ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টাইগারদের এই উইকেট কিপার ব্যাটার। দুবারই রানের খাতা খুলতে পারেননি এই হার্ড হিটার ব্যাটার।

লিটন বাদ পড়লেও টাইগার স্কোয়াডে তার জায়গায় ব্যাকআপ ওপেনার হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। তবে সিরিজ রক্ষার ম্যাচে একাদশে কে ঠাই পাচ্ছেন তা অনেকটাই অনুমেয়। জাকের আলির ব্যাটিং ঝলক দ্রুতই কী ভুলতে পারবে বিসিবি কর্তারা?

আগামী ১৮ মার্চ সকাল ১০টায় চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে শেষ ওয়ানডে ম্যাচ। সাগরিকার পাড়ে সিরিজের অলিখিত ফাইনালে মুখোমুখি হবে শান্ত-মেন্ডিস বাহিনী।

এক নজরে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক। 

আরও পড়ুন: বিশ্বকাপের আগে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, খেলবে ৫ টি-টোয়েন্টি

ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এসএ/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট