এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে শ্রীলংকার বিরুদ্ধে জয়ের বিকল্প নেই। আর এই বাঁচা মরার ম্যাচ সাকিবদের কাছে প্রতিশোধেরও ম্যাচ। কেননা টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই লংকানদের কাছে বড় ব্যবধানে হেরেছিল। ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন সাকিব।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় শুরু হচ্ছে ম্যাচটি। রয়েছে বৃষ্টির আশঙ্কাও। এ কারণে পরে ব্যাটিং করবে বাংলাদেশ।
এদিকে সবার নজর বাংলাদেশের একাদশে। কেননা ইনজুরিতে পড়ায় শান্ত নেই, ছুটি নিয়েছেন মুশফিক। দলে বিজয় ও লিটনের মধ্যে কার কপাল খুলবে আজ? কপাল খোলেনি বিজয়ের।
এশিয়া কাপের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ খেলিয়েছেন সাকিব। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া অন্য সমীকরণ নেই। আজও পরিবর্তিত একাদশ। একাদশে আছেন নাসুম আহমেদ। বাদ পড়েছেন আফিফ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: নিসানকা, করুণারত্নে, কুশল মেন্ডিস, সামারাবিক্রমা, আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাক, ওয়াল্লেলাগা, থিকসেনা, কাসুন রাজিথা ও পাথিরানা।
আরও পড়ুন: নেইমার ঝলকে বলিভিয়াকে গোলবন্যায় ভাসালো ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৩/এজে