Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র : তাড়া করছে যে ‘ভয়’

Bangladesh vs United state
তাড়া করা ভয়কে জয় করতে আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে হাথুরুর শিষ্যরা। ছবি- সংগৃহীত

ফুরফুরে মেজাজে ক্রিকেটে পুঁচকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপ মিশন পূর্ব সিরিজ শুরু করেছিল টিম বাংলাদেশ। কে ভেবেছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশটি আসরের আগে এভাবে ধসিয়ে দেবে টাইগারদের মনোবল। প্রথম ম্যাচটি হারের পর বাংলাদেশের কাছে অঘটনা আর খুদ যুক্তরাষ্ট্রের কাছে অবিশ্বাস্য মনে হলেও—ঘোর ভেঙেছে দ্বিতীয় ম্যাচ।

তুলনায় শক্তিশালী বাংলাদেশকে টানা দুই ম্যাচে হারিয়ে উড়ছে মার্কিন ক্রিকেটাররা। অপরদিকে সিরিজ হেরে হতাশায় ডুব দিয়েছেন শান্ত-সাকিবরা। যে পরিণতির ব্যাখ্যা নেই কারো কাছেই।

লজ্জায় ডুবে থাকা দলটির সামনে এবার নতুন আশঙ্কা। তাড়া করছে আরেকটি ‘ভয়’—ধবলধোলাই! যদি শেষ ম্যাচেও যুক্তরাষ্ট্রের সামনে মুস্তাফিজরা আত্মসমর্পণ করেন তাহলে হোয়াইওয়াশের লজ্জাও মাথায় নিতে হবে।

অন্তত তাড়া করা ভয়কে জয় করতে আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে হাথুরুর শিষ্যরা। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে নাগরিক টিভি।

TEam bangladesh

শেষ ম্যাচের আগে টাইগার শিবিরে অনুশীলন। ছবি- সংগৃহীত

এদিকে সিরিজ শুরুর আগে যে দলটি বাংলাদেশের বিপক্ষে সম্মানজক হার আশা করছিল, তারাই এখন চোখ রাঙাচ্ছে—ইচ্ছা পোষণ করছে ধবলধোলাইয়ের।

যুক্তরাষ্ট্রের কাপ্তান মোনাক প্যাটেল শেষ ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে বলেন, ‘শেষ ম্যাচটি যদি জিততে পারি, তবে প্রেরণা নিয়েই বিশ্বকাপে যেতে পারবো।’

মোনাক প্যাটেলের এমন প্রত্যাশা যে অমূলক নয় তা বর্তমান পরিস্থিতি বিশ্বাস করতে বাধ্য। আর এতেই টাইগার শিবিরে তাড়া করছে ধবলধোলাই ‘ভয়’।

TEam bangladesh practice USA

অনুশীলনে পেসার শরিফুল-হাসানরা। ছবি- সংগৃহীত

তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যেখানে অনেক বড় দলও ছোট দলের কাছে নাকানি-চুবানি খায়। সেই উদাহরণও অনেক। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বড় দল কিংবা ছোট দলের মধ্যে বেশি ফারাক থাকে না বলেও সম্প্রতি মন্তব্য করেছেন টাইগারদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দিন শেষে স্কিল ও পারফর্মেন্সেরই জয় হয়। শেষ ম্যাচের আগে সেখান থেকেই অনুপ্রেরণা খুঁজছে টিম বাংলাদেশ।

আরও পড়ুন: কবে থেকে মাঠে দেখা যাবে তাসকিনকে? জানালো বিসিবি

ক্রিফোস্পোর্টস/২৫মে২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট