Connect with us
ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে টেস্ট সিরিজের সময়সূচি

bangladesh vs zimbabwe test 2
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বিরতিতে রয়েছে বাংলাদেশ। তবে মাঠের বাইরে থাকলেও ক্রিকেটারদের খেলার ছন্দে ঘাটতি পড়েনি। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিয়মিত খেলছেন দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। পারফরম্যান্সে কেউ উজ্জ্বল, কেউ আবার খুঁজছেন ছন্দ—তবে ঈদ উল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কিছুটা রিফ্রেশ হয়েছেন সবাই।

বিশ্রামের দিনগুলো দ্রুতই শেষ হতে চলেছে। ক্রিকেটাররা আবার ফিরবেন জাতীয় দলের দায়িত্বে। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা টাইগাররা এবার নিজেদের প্রস্তুত করবেন সাদা পোশাকের লড়াইয়ের জন্য।

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পৌঁছাবে জিম্বাবুয়ে দল। সেখান থেকে সরাসরি সিলেটে যাবে সফরকারীরা, যেখানে ২০ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তবে তারা কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই সরাসরি টেস্ট সিরিজে অংশ নেবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে, জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, ২৮ এপ্রিল থেকে। সফর শেষে তারা ৩ মে বাংলাদেশ ছাড়বে।


আরও পড়ুন

» বিশ্ব ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন আরও প্রস্তুত : অঙ্কন

» ২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করল ফিফা


এদিকে বিসিবি ১১ এপ্রিল থেকে শুরু করতে চায় জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্পের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকেই।

সিরিজ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২০-২৪ এপ্রিল প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সকাল ১০টা
২৮ এপ্রিল-২ মে দ্বিতীয় টেস্ট জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০টা

জিম্বাবুয়ে সর্বশেষ বাংলাদেশে টেস্ট খেলেছিল ২০২০ সালে। শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টেস্টে টাইগাররা জয় পেয়েছিল ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ১০টি টেস্ট খেলেছে টাইগাররা। পরিসংখ্যানে এগিয়ে স্বাগতিকরা—জয় এসেছে ছয়টিতে, হেরেছে দুটি ম্যাচে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট