জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ১৩ রানে পরাজিত করে ইতিহাস গড়েছিল নিগার সুলতানারা। এবার এই বেনোনিতেই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। আর বেনোনিতে শুরুর ম্যাচের মতো শেষ ম্যাচেও জয়ী হয়ে প্রোটিয়া সফর শেষ করতে চায় বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেও শেষ ম্যাচে হার এবং মাঝে এক ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতায় ড্র হয়েছিল। তবে এখনও ওয়ানডে সিরিজটি নিজেদের করে নেওয়ার সুযোগ রয়েছে জ্যোতিদের।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। এই ঐতিহাসিক জয়ে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে সেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি মেয়েরা। ৮ উইকেটে পরাজিত হয় জ্যোতিরা।
দ্বিতীয় ম্যাচে হারলেও রেকর্ডগড়া সেঞ্চুরি করেন ফারজানা হক, যা বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি। এছাড়া বাংলাদেশের দু’টো সেঞ্চুরিই এসেছে ফারজানার ব্যাটে।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জয়ের আশা ব্যক্ত করে দলের এক সদস্য বলেন, বেনোনিতে আমরা একটি ম্যাচ খেলেছি, সেটি জিতেছি। এখানকার আবহাওয়া-কন্ডিশন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। আমাদের দলেও কোনো চোট সমস্যা নেই।
আগামীকাল (শনিবার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়াদের মোকাবেলা করবে জ্যোতিরা। এই ম্যাচে জিতলেই বিদেশের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগ্রেসরা।
আরও পড়ুন: মান রক্ষার ম্যাচে শান্তদের ভালো খেলার মন্ত্র দিলেন কিউই কোচ
ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এমটি