Connect with us
ক্রিকেট

উইন্ডিজকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশ

নিগার সুলতানা জ্যোতি ও বাংলাদেশ নারী দল। ছবি- ক্রিকইনফো

ভারত সফরে এখন পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে পুরুষদের মতোই দেশের নারী ক্রিকেট দলও ভুগছে একই সমস্যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে আজ ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী-টোয়েন্টি বিশ্বকাপে আজ বৃহস্পতিবার রাত ৮ টায় নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে নিগার সুলতানারা। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে প্রায় এক দশক পর বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। যদিও পরের ম্যাচেই ইংল্যান্ডের কাছে পরাজিত হয় তারা।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানাকে আইসিসি মিডিয়া ম্যানেজার প্রশ্ন করেন, দলের কোন কোন জায়গায় উন্নতি দেখতে চান তিনি? এমন প্রশ্নের জবাবে খুব একটা ভাবতে হয়নি তাকে। কেননা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বাংলাদেশ দলে ব্যাটিং নিয়ে দুর্বলতার জায়গা।

উত্তরে তিনি বলেন, ‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। গত দুই ম্যাচে আমাদের বোলাররা খুব ভালো কাজ করেছে। কিন্তু ব্যাটিং নিয়ে আমরা ধুঁকছি। কাজেই অবশ্যই আমরা এখানে উন্নতি করতে চাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।’

আরও পড়ুন:

» দিল্লিতে লজ্জার নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

» ভালো উইকেটে খেলতে পারলে সক্ষমতা আরও বাড়বে: তাসকিন

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিগার বলেছিলেন, সেমি-ফাইনালে খেলার স্বপ্ন তাদের। আর সেই স্বপ্ন টিকিয়ে রাখতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই। তাই আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে আজ ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো খেলতে চায় বাংলাদেশ।

‘আমি মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। এই দলটি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই দলের জন্য ভালো করতে চাই, সবার একই চাওয়া। আগের দুই ম্যাচের ভুলগুলো সামনে আর পুনরাবৃত্তি করতে চাই না আমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’

আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে মাঠে নামতে চান নিগার সুলতানা, ‘গত দুটি ম্যাচ আমাদের জন্য বেশ ভালো ছিল। একটিতে আমরা জিতেছি, একটি হেরেছি। তবে আমরা অনেক কিছু শিখেছি, বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে। সেই ইতিবাচক দিকগুলোকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই, যা পরের ম্যাচে আমাদের সাহায্য করবে।’

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট