Connect with us
ফুটবল

ভুটানের বিপক্ষে আজও আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ

ভুটান বনাম বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচ। ছবি- বাফুফে

বাংলাদেশ নারী ফুটবল দলকে এর আগে হারাতে পারেনি যে ভুটান, প্রথম প্রীতি ম্যাচে ঘরের মাঠে তারাই আগে বল জড়িয়েছিল লাল-সবুজের জালে। প্রথমার্ধে নিজেদের জাত চেনাতে না পারলেও দ্বিতীয়ার্ধে পাঁচ গোল দিয়ে রীতিমত ভুটানকে বিধ্বস্ত করে ছেড়েছে বাংলার নারীরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজের দ্বিতীয় ম্যাচেও আধিপত্য ধরে রাখতে চায় বাংলাদেশ।

আজ শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গেল বৃহস্পতিবার একই মাঠে স্বাগতিকদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল সাবিনারা।

এদিকে গতকাল বিকেলে চাংলিমিথান স্টেডিয়ামে অনুশীলন করেছে সফরকারী বাংলাদেশ। যেখানে কোচ পিটার বাটলার অধীনে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন সাবিনারা। অনুশীলনের পর পিটার বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের মেয়েরা বল দখলে এগিয়ে ছিল। যদিও প্রথমার্ধে গোল করতে পারিনি আমরা। তবে দ্বিতীয়ার্ধে মেয়েরা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে এবং আমরা বড় ব্যবধানে জিতেছি।’

আগামী অক্টোবরে নেপালের মাটিতে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের। যেখানে শিরোপা ধরে রাখার মিশনে যাবে বাংলাদেশ। তার আগে নিজের সেরা প্রস্তুতি নিতে চায় সাবিনারা। প্রথম ম্যাচ জিতে ভুটানের সঙ্গে বাংলাদেশ নিজেদের শক্তিমত্তার পার্থক্য আরও একবার জানান দিয়েছে বলে মনে করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন।

গতকাল অনুশীলন শেষে তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তা করছি না। আমাদের নিজেদের খেলাটাই খেলতে চাই। ভুটান কখনও আমাদের বিপক্ষে ড্র পর্যন্ত করতে পারেনি। আমাদের এই শক্তির পার্থক্য দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চাই।’ এ নিয়ে পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলার নারীরা।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার পাকিস্তানে খেলতে না যাওয়ায় হরভজনের সমর্থন

ক্রিফোস্পোর্টস/২৭জুলাই২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল