Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের উদ্বোধনী দিনে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ

নারী বিশ্বকাপে সব দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

বাংলাদেশের মাটিতে হওয়ার কথা থাকলেও অনেক যদি কিন্তুর পর শেষ পর্যন্ত সরে যায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। যা হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে বিশ্বকাপে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচ। এদিকে এই ম্যাচ হবে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার দিন জয় নিয়ে মাঠ ছাড়তে চান জ্যোতি।

নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একশতম ম্যাচ খেলার অনুভূতিটা অন্যরকম। অবশ্যই খুশি। মাঝে মধ্যে অবাকও লাগে, এইতো কিছুদিন আগে ক্যারিয়ার শুরু করলাম। দেখতে দেখতে একশটা ম্যাচ হয়ে যাচ্ছে। তাই অনেক আনন্দিত। আরও বেশি খুশি হব যদি আমার একশতম ম্যাচে বাংলাদেশকে জয় এনে দিতে পারি।’

আর যদি এই ম্যাচে জয় তুলে আনতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা, তবে ঘুঁচে যাবে প্রায় ১০ বছরের আক্ষেপ। ২০১৪ সালের পর চারটি ভিন্ন বিশ্বকাপ আসর খেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তাই প্রথমবার বিশ্বকাপ খেলতে আসে স্কটল্যান্ডকে হারিয়ে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা।

বাংলাদেশ নারীদের দলের কোচ হাসান তিলকারত্নে বলেন, ‘এই টুর্নামেন্টে আমরা ২০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি। সবাই মুখিয়ে আছে। আপনি যদি দুটি প্রস্তুতি ম্যাচের কথা বলবেন, তবে প্রথমটার ফলাফল প্রত্যাশিত ছিলো না। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মেয়েরা বেশ ভালো খেলেছে। তাই টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই দেখছি আমি।’

এছাড়া পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস মূল ম্যাচে কাজে লাগাতে চান জ্যোতি, ‘আমি বলবো আমাদের দল শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে, সবাই ভালো শেপে আছে। সবার ভেতর এনার্জি বা ম্যাচ জেতার ক্ষুদা আছে। ব্যাটিং ইউনিট ভালো করেছে, আর বোলাররাও ভালো ব্যাক আপ দিয়েছে। আমরা জয়ের জন্যই খেলবো।’

আরও পড়ুন: লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও হোচট খেল রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট