সংযুক্ত আরব আমিরাতে বসেছে এবারের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইতোমধ্যে দুই ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও পরের ম্যাচ ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে কঠিন পরিক্ষা দিতে হবে বাংলাদেশকে। আগামীকাল (বৃহস্পতিবার) তৃতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে জিততে হবে নিগার সুলতানা জ্যোতিদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠানো ভিডিওতে আগামী ম্যাচে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যের কথা জানায় বাংলাদেশি স্পিনার নাহিদা আক্তার। সেই ভিডিওতে তিনি বলেন, ‘গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য বেদনাদায়ক, অনেক খারাপ লেগেছে আমাদের। এ কয়দিনে আমাদের যে অনুশীলন চলছে, আমরা চেষ্টা করছি আমাদের দুর্বলতার দিক থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায়, যাতে আমরা আগামী ম্যাচে তা কাজে লাগাতে পারি।’
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে একমাত্র শততম উইকেট শিকার করা এই স্পিনার আরও বলেন, ‘যেহেতু সেমিফাইনাল খেলতে চাই আমরা, সেহেতু এই দুটি ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে জন্য মনোযোগ দিচ্ছি যাতে আমরা ম্যাচটি জিততে পারি।’
আরও পড়ুন: কোন নাটক চলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি স্মরণীয় করতে চায় পাকিস্তান
এছাড়াও এই বাঘিনী বলেন, ‘ যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে আমাদের জন্য সহজ হবে। এ জন্য আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে শুধু ভালো করার জন্য নয়, আমরা জয়ের জন্য নামব এবং জেতার জন্য যা যা করা প্রয়োজন , আমরা তাই তাই করার চেষ্টা করব ।’
আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের গ্রুপ ‘বি’তে থাকা সব দলই ইতোমধ্যেই ২ টি করে ম্যাচ খেলে ফেলেছে। এ গ্রুপে ২ টি ম্যাচের প্রতিটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ইংল্যান্ডের। একটি করে জয় ও হার নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এ তালিকায় তালিকায় সবার তলানিতে দুই ম্যাচেই পরাজিত স্কটল্যান্ডের মেয়েরা।
ক্রিফোস্পোর্টস/০৯ অক্টোবর ২৪/এইচআই