
বাংলাদেশ ফুটবলে এখন মনোযোগ কেবল ভারত ম্যাচ ঘিরে। আগামী ২৫ মার্চ এই ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ বাছাই পর্বের মিশন। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে বর্তমানে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প করছেন জামাল-তপুরা। আর সেখানেই একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানা গেছে।
বাংলাদেশ ছাড়াও সৌদি আরবে বর্তমানে নিজেদের অনুশীলন ক্যাম্প করছে সুদান। আর তাই এই দলটির বিপক্ষেই একটি অনানুষ্ঠানিক ম্যাচ খেলতে চায় কোচ হাভিয়ের কাবরেরা। বিষয়টি নিয়ে ইতিবাচক সুদানও। জানা গিয়েছিল আজকেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই ম্যাচ। তবে শেষ পর্যন্ত তা বাতিল করেছে সুদান।
অবশ্য আজ খেলা না হলেও দু-একদিনের মধ্যে সুদানের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। ভারত ম্যাচের আগে যা বেশ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। কেননা দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তাই কেবল অনুশীলনে ভরসা না করে ম্যাচ প্র্যাকটিস করতে চায় বাংলাদেশ।
আরও পড়ুন:
» অবসর নিচ্ছেন রোহিত শর্মা! যা জানালেন গিল
» বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সময়সূচি প্রকাশ
আগামীকাল অথবা পরশু দিন এই প্রস্তুতি ম্যাচ খেলতে পারে জামাল ভুঁইয়ারা। কবে খেলা হবে তা নির্ভর করছে সুদানের ওপর। তারাও এই ম্যাচটি খেলতে চায়। যা উভয় দলের প্রস্তুতি ক্যাম্পকে পূর্ণাঙ্গ করবে বলে মনে করা হচ্ছে। যদিও এই ম্যাচ কোথাও সম্প্রচার করা হবে না। ম্যাচ শেষে অনানুষ্ঠানিকভাবেই ফলাফল জানানো হতে পারে।
প্রসঙ্গত, চলতি মাসে এশিয়া কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে ২৫ মার্চ রাত সাড়ে ৭টায়। আর এই ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা রয়েছে তারকা ফুটবলার হামজা চৌধুরীর। অপরদিকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবসর ভেঙে ভারতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী।
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস
