টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার পূর্বে হয়তো কেউই জোর দিয়ে বলতে পারত না, বাংলাদেশ খেলবে সুপার এইটে। তবে গ্রুপ পর্বে তিন জয়ে টুর্নামেন্টের শেষ আটে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে টাইগাররা। সুপার এইটে তাদের সামনে তিন কঠিন প্রতিপক্ষ। তবে চাপহীন ক্রিকেটই খেলতে চান বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে।
আগামীকাল ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার এইট মিশন। তবে এই ম্যাচে ক্রিকেটারদের ওপর কোন চাপ দিতে চায় না দলের প্রধান কোচ। তিনি মনে করেন বিশ্বকাপে বাংলাদেশ যেই লক্ষ্য নিয়ে এসেছিল তা পূরণ হয়েছে। টুর্নামেন্টে এখন তারা যা অর্জন করবে সেটা বোনাস। ক্রিকবাজের প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী এমন কথাই জানিয়েছেন হাতুরুসিংহে।
হাতুরুসিংহে বলেন, ‘আমরা এগিয়ে গেছি এবং এখানে (সুপার এইট) আসতে পেরেছি, এখানে এসে আমরা খুব খুশি। তারপর এখান থেকে আমরা যা অর্জন করব সেটা আমাদের জন্য বোনাস। তাই, আমরা অনেক স্বাধীনতা নিয়ে খেলি। আমরা তিনটি দলকেই আমাদের সেরাটা দিয়ে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি।’
সবাইকে খেলার জন্য স্বাধীনতা দেওয়া হলেও যে যার মত খেলবে তেমনটা নয়। খেলায় সবার নির্ধারিত কিছু দায়িত্ব রয়েছে সেটা মনে করিয়ে দিলেন এই কোচ, ‘এর মানে এই নয় যে, তারা যা খুশি করবে। দলে প্রত্যেকের একটি বিশেষ ভূমিকা আছে। আপনারা স্বাধীনতা নিয়ে খেলবেন, উপভোগ করবেন, তবে দল আপনাদের কাছে যা চায় তা পূরণ করতে হবে।’
বাংলাদেশ দলে যোগ দেয়ার পূর্বে হাতুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের সাথে যুক্ত ছিলেন। আর সে কারণেই অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার সম্পর্কে তার জ্ঞান থাকার কথাও জানান তিনি। তবে সেটা খুব বেশি সাহায্য করবে না বলে তিনি মনে করেন, ‘তবে এটা তেমন সাহায্য করবে না। মূলত নির্দিষ্ট দিন খেলোয়াড়রা কিভাবে নিজেদের মানিয়ে নেবে তার ওপর ম্যাচের গতিপথ নির্ভর করবে।’
তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে কন্ডিশন বড় ফ্যাক্টর হবে বলে মনে করেন এই টাইগার কোচ। ম্যাচে ভালো করতে হলে কন্ডিশনকে কাজে লাগানোর কথাও জানান তিনি, ‘এই খেলায় কন্ডিশন বড় ফ্যাক্টর হবে। এখন আমাদের লক্ষ্য কিভাবে এই কন্ডিশনকে আমাদের পক্ষে সুবিধাজনক ভাবে কাজে লাগাতে পারি।’
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ৩৬ ঘন্টা না পেরোতেই নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
আরও পড়ুন: কোপা আমেরিকায় কোন দল কত টাকা পাবে?
ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/এফএএস