চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (২৮ আগস্ট) স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমন্ডুতে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে কোচ মারুফুল হক।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত এক ভিডিও বার্তায় নেপালের বিপক্ষে ফাইনাল নিয়ে তিনি বলেন, ‘ফাইনালের প্রতিপক্ষ নেপালের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তাদের দলটা খুব ভালো। তারা এখানেই খেলে বড় হয়েছে, তাই বাড়তি সুবিধা পাবে। সবকিছু বিবেচনায় রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারব।’
তবে ফাইনালের আগে কেবল একদিন বিরতি পেয়েছে বাংলাদেশ। তাই ফাইনালের আগে খেলোয়াড়রা রিকভারির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না। তবে কোচ আশাবাদী ফুল ফিট হয়েই মাঠে নামবে বাংলাদেশ দল, ‘এইখানে এসে রিকভারির জন্য পর্যাপ্ত সময় পাইনি। তাদের আইস বাথের সময় ছিল না। তবে চেষ্টা করে পুরোপুরি রিকভারি করার। আমরা আশাবাদী আগামীকাল ফাইনালের আগে সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামবে খেলোয়াড়রা।’
আরও পড়ুন:
» সাকিব ইস্যুতে যে সিদ্ধান্ত নিল বিসিবি
» সাফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, খেলা দেখবেন যেভাবে
ভারতের বিপক্ষে সেমিফাইনালে চোট পাওয়া গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ এখন আশঙ্কামুক্ত রয়েছেন। কামরুল হাসান বলেন, ‘আমাদের নিয়মিত অধিনায়ক শ্রাবণ আজ হাসপাতাল থেকে হোটেলে ফিরেছে। সে এখন আশঙ্কামুক্ত। তার ছোট একটা অপারেশন করতে হবে। সেটা দেশেই হবে এবং ক্লাবই এটার ব্যবস্থা নেবে। পাশাপাশি বোর্ডও সহযোগিতা করবে।’
নেপালের বিপক্ষে ফাইনাল নিয়ে অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, ‘নেপাল বেশ ভালো দল। তারা স্বাগতিক দল হিসেবে কিছুটা বাড়িতি সুবিধা পাবে। তবে মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। ভারতের বিপক্ষে জেতার পর আমরা মানসিকভাবে অনেক উজ্জীবিত। আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’
আগামীকাল কাঠমন্ডুর এএনএফএ কমপ্লেক্সে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/বিটি