আগামীকাল (বৃহস্পতিবার) পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের টুর্নামেন্টটি বাংলাদেশের মাটিতে হওয়ার কথা থাকলেও তা স্থানান্তরিত করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। আগামীকাল বাংলাদেশ ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই মেগা টুর্নামেন্ট।
দুবাই ও শারজাহর দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে যেখানে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
বিশ্বকাপ মিশন শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। আগামীকাল জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় টাইগ্রেসরা।
আরও পড়ুন:
» র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ, মুমিনুলের বড় লাফ
» যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবের বিপক্ষে মাঠে নামবেন তামিম
আগামীকালের ম্যাচের আগে নিজেদের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন টাইগ্রেস কাপ্তান নিগার সুলতানা জ্যোতি। বিসিবির পাঠানো এক বার্তায় এক ব্যাটার বলেন, ‘আমরা যেভাবে খেলছি, শেষ প্রস্তুতি ম্যাচটা যেভাবে খেলেছি পাকিস্তানের বিপক্ষে। ব্যাটিং অনেক ভালো হয়েছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। সেইসঙ্গে বোলাররাও বেশ ভালো করেছে। সবকিছু মিলিয়ে দল একটা ভালো অবস্থায় আছে। আগামীকাল আমরা জয়ের জন্যই খেলব।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কেবল ১টি জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে প্রথম জয়ের দেখা পায় টাইগ্রেসরা। এরপর সবগুলো আসরের জয়শূন্য ছিল দলটি। তবে এবারের বিশ্বকাপে এই ব্যর্থতা পেছনে ফেলে স্মরণীয় কিছু করতে চান জ্যোতিরা, ‘আগামীকালের ম্যাচটি আমাদের দলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলেছি ২০১৪ বিশ্বকাপ ছাড়া এখনো কোনো জয় নেই। আমরা চাই এই বিশ্বকাপে এমন কিছু করতে যাতে স্মরণীয় হয়ে থাকে।’
আগামীকাল (বুধবার) শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৪/বিটি