Connect with us
ফুটবল

ভুটানকে হারিয়ে শিরোপা নিয়ে ভাবতে চায় বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল ও কোচ। ছবি- সংগৃহীত

সাফের শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেপালে এবারের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে গ্রুপ পর্বের শেষ খেলায় ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে উঠেছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামীকাল দুপুরে ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গেছে সাবিনা খাতুনরা। তবে এখনই বেশি আত্মবিশ্বাসী হতে চান না বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার। ভুটান ম্যাচেই নিজেদের সকল মনোযোগ রাখতে চান সাবেক এই ইংলিশ ফুটবলার ও কোচ।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দল নিয়ে নিজের লক্ষ্য জানাতে গিয়ে বলেন, ‘বলব না রাতারাতি সবকিছু বদলে দেব। আমি তো আর জাদুকর নই। আমার লক্ষ্য দলকে একটা সুন্দর কাঠামোয় আনা। দলের মধ্যে শৃঙ্খলা আনা ও নিজস্ব একটা পরিচয় দেওয়ার চেষ্টা থাকবে। সেটা হতে পারে অ্যাটাকিং ফুটবলের দল।’

আরও পড়ুন:

» ঘরের মাঠে জয় পেলেও যে কারণে সমালোচনা করছেন শোয়েব

» জয় দিয়ে এমএলএস কাপ শুরু, মেসি গড়লেন বিরল কীর্তি

» ৫২ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, দুই বোলার নিলেন ২০ উইকেট

বর্তমানে কেবল ভুটান ম্যাচে ফোকাস করার কথা বলেন এই কোচ, ‘আমি সব সময় বাস্তবতার পক্ষে। শিরোপা জেতা নিয়ে এখনই ভাবতে চাই না। খেলোয়াড়দেরও বলব অতি আত্মবিশ্বাসী না হতে। আমাদের এখনো কঠিন পথ পাড়ি দেয়া বাকি। আপাতত ভুটান ম্যাচটা নিয়েই পরিকল্পনা সাজাচ্ছি। এরপর না হয় শিরোপা নিয়ে ভাবব।’

দলের ভেতর সিনিয়র জুনিয়র ইস্যু প্রসঙ্গে পিটার বলেন, ‘এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। একটা দল একটা পরিবারের মতো। যেখানে মান-অভিমান কিংবা একটু-আধটু ভুল-বোঝাবুঝি হতেই পারে। আমাদের সবার দৃষ্টি পরবর্তী ম্যাচে। কেউ আর এটা নিয়ে কথা বলছে না। কীভাবে দারুণ কিছু করা যায়, সেটাই এখন বড় বিষয়।’

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল