Connect with us
ফুটবল

ভুটানে সিরিজ জিততে চায় বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

বাংলাদেশ-ভুটান ম্যাচ। ছবি- ভুটান ফুটবল

বাংলাদেশ ফুটবল দল বর্তমানে রয়েছে ভুটানে। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সেখানে গিয়েছে জামাল ভুঁইয়ারা। এরই মধ্যে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার আজ দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ভুটানের বিপক্ষে ফিফা উইন্ডোর এই দ্বিতীয় প্রীতি ম্যাচ।

যেহেতু প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে নিয়েছে, তাই দ্বিতীয় ম্যাচে জয় কিংবা ড্র হলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। এদিকে আজ বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের প্রীতি সিরিজে সমতা টানতে চাইবে স্বাগতিক ভুটান।

এই সফরে বাংলাদেশের মূল টার্গেট দুই জয় তুলে নিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানো। এতে আগামী মার্চে এশিয়া কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে তিন নম্বর পটে থাকার সুযোগ পেতে পারে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। দুই ধাপ এগিয়ে রয়েছে ভুটান।

ম্যাচের আগে অধিনায়ক জামাল বলেন, ‘ইনশাআল্লাহ আমরা ৩ পয়েন্ট পাবো। ভুটান প্রথম ম্যাচে ভালো খেলেছে। ওরা পুরো শক্তিমত্তার দল না পেলেও যারা মাঠে খেলেছে, অনেক ভালো পারফর্ম করেছে। ওরা খুব প্রেসার দিয়েছে। আমরা যদি ক্লিনশিট ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’

সফরে দুই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই আসার কথা জানিয়েছেন জামাল। প্রথম ম্যাচ জয়ের পর অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে মনে করেন। সম্পূর্ণ লক্ষ্য পূরণ করতে চান তিনি, ‘আমরা বলেছিলাম ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ৫০ শতাংশ এখনও বাকি আছে। এই ম্যাচ দলের জন্য এটা ফাইনাল।’

সরাসরি যেভাবে দেখবেন বাংলাদেশের খেলা:

বাংলাদেশের কোন সম্প্রচারকারী টেলিভিশন মাধ্যম প্রচার করবে না বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচ। তবে ফুটবলপ্রেমীরা এই ম্যাচ বিনামূল্যে উপভোগ করতে পারবেন ইউটিউবে। ‘ভুটান ফুটবল- হোম অব হ্যাপিনেস’ চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা।

আরও পড়ুন: ইউএস ওপেনে নারীদের নতুন চ্যাম্পিয়ন পেল বিশ্ব

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল