দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানকে অলআউট করে ১৮৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পেয়েছে টাইগাররা। ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ। তবে ইনিংসের ৭ ওভার পরেই হঠাত খেলা বন্ধ করে দেয় মাঠের দুই ম্যাচ অফিসিয়াল।
এদিন মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেছেন জাকির হাসান। তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩১ রান। যেখানে দেখা যায় ২টি করে চার ও ছক্কার মার। দেখা শুনে খেলার চেষ্টা করেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৯ রান। খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান।
তবে এর মাঝেই আলোক স্বল্পতার কারণে ম্যাচ বন্ধ করতে বাধ্য হন ফিল্ড আম্পায়ার। আকাশে কালো মেঘ দানা বেধেছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশ। তবে মেঘে ঢাকা আকাশ, আর স্টেডিয়ামের দুর্বল ফ্লাড লাইটে পর্যাপ্ত আলো নেই মাঠে। আর এতেই খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন ফিল্ড আম্পায়ার।
এরই মাঝে বৃষ্টির শঙ্কায় মাঠের উইকেট ঢেকে রেখেছেন মাঠকর্মীরা। গ্যালারিতেও কমতে শুরু করেছে দর্শক সংখ্যা। বাংলাদেশ যখন একটা স্বস্তিদায়ক শুরু পেয়েছে, তখন এমন বাধা ছিল দলটির জন্য অনাকাঙ্ক্ষিত। তবে শুরুর ব্যাটিং ঝড়ে সাময়িক বিঘ্ন কিছুটা হলেও স্বস্তি দেবে পাকিস্তানকে।
এর আগে প্রথম ইনিংসে ২৭৪ রান সংগ্রহ করেছিল স্বাভাবিক পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও লিটন-মিরাজের দৃঢ়তায় ২৬২ রান করে বাংলাদেশ। সেখান থেকে ১২ রানের লিড নিয়ে ব্যাটিং শুরু করেও ১৭২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। যাতে করে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
আরও পড়ুন: ক্রিস গেইলের বিশ্ব রেকর্ড ভাঙলেন তারই স্বদেশী
ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/এফএএস