পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর আর তেমন কোন স্বস্তির খবর নেই বাংলাদেশ ক্রিকেটে। ভারত ও দক্ষিন আফ্রিকার কাছে টেস্ট সিরিজে বিপর্যয়ের পর সম্প্রতি আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজেও হেরেছে টাইগাররা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে শান্তবাহিনী।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ। যেখানে থাকছে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরের শুরুতেই লাল বলের ক্রিকেটে মাঠে নামবে টাইগাররা। এরপর ধারাবাহিকভাবে হবে ৫০ ওভার ও ২০ ওভারের দুটি সিরিজ।
টেস্ট সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২২ নভেম্বর এবং ৩০ নভেম্বর। যেখানে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে অ্যান্টিগাতে এবং দ্বিতীয়টি জ্যামাইকাতে। টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের গোটা ওয়ানডে সিরিজ। একদিনের সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮,১০ ও ১২ ডিসেম্বর।
আরও পড়ুন :
» ‘আনফিট’ নেইমারকে যে কারণে দলে চায় না ব্রাজিলের ক্লাব
» মালদ্বীপের বিপক্ষে জিতে সমালোচকদের সম্পর্কে যা বললেন কাবরেরা
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্টে যাবে উভয় দল। সংক্ষিপ্ত ফরমেটের ম্যাচগুলো যেখানে অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সফর দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০২২ সালের সফরে ওয়ানডেতে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তবে হেরেছিল টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে।
একনজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরের সময়সূচি:
টেস্ট সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
২২-২৬ নভেম্বর | ১ম টেস্ট | রাত ৮টা | অ্যান্টিগা |
৩০-০৪ ডিসেম্বর | ২য় টেস্ট | রাত ৯টা | জ্যামাইকা |
ওয়ানডে সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
০৮ ডিসেম্বর | ১ম ওয়ানডে | রাত ৭ টা ৩০ মিনিট | সেন্ট কিটস |
১০ ডিসেম্বর | ২য় ওয়ানডে | রাত ৭ টা ৩০ মিনিট | সেন্ট কিটস |
১২ ডিসেম্বর | ৩য় ওয়ানডে | রাত ৭ টা ৩০ মিনিট | সেন্ট কিটস |
টি-টোয়েন্টি সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
১৬ ডিসেম্বর | ১ম টি-২০ | ভোর ৬টা | সেন্ট ভিনসেন্ট |
১৮ ডিসেম্বর | ২য় টি-২০ | ভোর ৬টা | সেন্ট ভিনসেন্ট |
২০ ডিসেম্বর | ৩য় টি-২০ | ভোর ৬টা | সেন্ট ভিনসেন্ট |
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৪/এফএএস