নতুন বছরেই শুরুতেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বছরের প্রথম দ্বিপাক্ষিক সিরিজের টাইগ্রেসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমাবে নিগার সুলতানা জ্যোতির দল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরজকে সামনে রেখে ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ।
অবশ্য টাইগ্রেসদের জন্য ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। আর এই সিরিজের ওপরই ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নির্ভর করছে।
আরও পড়ুন:
» বিপিএল ২০২৫ : একনজরে সিলেট পর্বের ম্যাচসূচি
» অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
» চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহন করতে পারবে। ইতোমধ্যে ৫ দল নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা পূরণের দৌঁড়ে রয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ২ পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশের (১৯) একধাপ ওপরে ছয়ে অবস্থান করছে কিউই নারীরা (২১)। তবে বাংলাদেশের হাতে এখনো ৩টি ম্যাচ বাকী রয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ জিতলেই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে টাইগ্রেসরা।
আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ২১ এবং ২৪ জানুয়ারি যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ২৭ জানুয়ারি মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৯ এবং ৩১ জানুয়ারি সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবগুলো ম্যাচই সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে।
একনজরে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
ওয়ানডে
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৯ জানুয়ারি | প্রথম ওয়ানডে | সেন্ট কিটস |
২১ জানুয়ারি | দ্বিতীয় ওয়ানডে | সেন্ট কিটস |
২৪ জানুয়ারি | তৃতীয় ওয়ানডে | সেন্ট কিটস |
টি-টোয়েন্টি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২৭ জানুয়ারি | প্রথম টি-টোয়েন্টি | সেন্ট কিটস |
২৯ জানুয়ারি | দ্বিতীয় টি-টোয়েন্টি | সেন্ট কিটস |
৩১ জানুয়ারি | তৃতীয় টি-টোয়েন্টি | সেন্ট কিটস |
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/বিটি