Connect with us
ক্রিকেট

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাসের পাতায় বাংলাদেশ

ইংল্যান্ডকে হোয়াট ওয়াশ করার পর টাইগারদের উল্লাস। ছবি- গুগল

টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাসের পাতায় নাম লেখালো বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিতে জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। দীর্ঘ এ দশক পর টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মুখোমুখিতেই ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ।

মঙ্গলবার মিরপুরের মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে লিটন-শান্তরা। এর জবাবে ৬ উইকেটে হারিয়ে ১৪২ রানে থামে ইংলিশদের রানের চাকা।

আজকের ম্যাচে বাংলাদেশের দেয়া চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ রানেই উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ঘুরে দাড়ায় দলটি। এরপর দ্বিতীয় উইকেট জুটি ভাঙে দলের ১০০ রানে। সেখান থেকে ৪২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এছাড়া টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেট হাতে রেখে শেষ ৪৮ বলে মাত্র ৪৭ রান করতে পারে ইংলিশ ব্যাটাররা। ১৪২ রানে থেমে যায় ইংল্যান্ড।

ম্যাচে তাসকিন আহমেদ ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১ উইকেট নিয়ে খরচ করেছেন মাত্র ১৪ রান। এছাড়া হাসান মাহমুদ ৪ ওভারে দিয়েছেন ২৯ রান।

এর আগে ব্যাট করতে নেমে টাইগার ওপেনার লিটন দাসের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের প্রথম দুওভারে উড়ন্ত সূচনা পায় দুই টাইগার ওপেনার। স্যাম কারান ও ক্রিস ওকসের করা দুই ওভারে ১৯ রান তুলেন লিটন দাস ও রনি তালুকদার।

পাওয়ার প্লে শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে ইনিংসের অষ্টম ওভারে ব্যক্তিগত ২৪ রান করে আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার রনি তালুকদার।

পরে দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত ও লিটন দেখেশুনে খেলে টাইগাররা। ১৩তম ওভারে সিরিজের প্রথম অর্ধশতকের দেখা পান লিটন। ম্যাচে বাঁহাতি ব্যাটার নাজমুল শান্তকে নিয়ে ইংলিশ বোলারদের উপর চড়াও হন টাইগার এই ওপেনার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৭ বলে ৭৩ রানের ইনিংসে বড় সংগ্রহের ভীত পায় যায় টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে বাংলাদেশ।

ম্যাচে নাজমুল হোসেন শান্ত করেন ৩৬ বলে ৪৭ রান। রনির ব্যাট থেকে আসে ২৪ রানের অনবদ্য ইনিংস। ইংলিশদের হয়ে ২৩ রানে ১টি উইকেট নেন আদিল রশিদ।

ক্রিফোস্পোর্টস/১৪ মার্চ ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট