টানা দুই জয়ে আয়ারল্যান্ডের নারীদের বিপক্ষে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর নিগার সুলতানা জ্যোতিদের লক্ষ্য ছিল সফরকারীদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া। অবশেষে সেটাই করে দেখালেন জ্যোতিরা।
আজ সোমবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশে। এতে সিরিজটি ৩-০ তে জিতে নিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ১৮৫ রান তুলে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
এদিন রান তাড়ায় নেমে শুরুতেই মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। দলীয় ৯ রানে ফেরেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের বিশাল জুটি গড়েন ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। এই জুটিতেই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
বড় জুটির পর অল্প সময়ের ব্যবধানে ফিরে যান ফারজানা ও শারমিন। প্যাভিলিয়নে ফেরার আগে ফারজানা ৯৯ বলে ৬১ ও শারমিন ৮৮ বলে ৭২ রানের জয়সূচক ইনিংস খেলেন। পরপর দুই উইকেট হারানোর পর শেষদিকে নিগার সুলতানা জ্যোতির ১৮ ও সোবহানা মোস্তারির ৭ রানের অপরাজিত ইনিংসে টাইগ্রেসদের জয় নিশ্চিত হয়।
আয়ারল্যান্ডের হয়ে অ্যামি মাগুয়ের ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি উইকেটের দেখা পেয়েছেন অর্লা প্রেন্ডারগাস্ট।
এর আগে ব্যাটিংয়ে নেমে আজও বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে ব্যর্থ হয় আয়ারল্যান্ড। তবে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া অধিনায়ক গ্যাভি লুইসের ব্যাট থেকে এদিন এসেছে সর্বোচ্চ রান। ৭৯ বলে ৫২ রান করেন এই ওপেনার। এছাড়া অর্লার ২৭, অ্যামি হান্টারের ২৩ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ভর করে ১৮৫ রান তুলতে সক্ষম হয় সফরকারী দলটি।
বাংলাদেশের পক্ষে আজ বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।
সংক্ষিপ্ত স্কোর :
আয়ারল্যান্ড : ১৮৫/১০ (৫০ ওভার)
বাংলাদেশ : ১৮৬/৩ (৩৭.৩ ওভার)
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : শারমিন আক্তার সুপ্তা
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/বিটি