Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়ে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Bangladesh won against West Indies
উইন্ডিজদের হারাল বাংলাদেশ। ছবি- বিসিবি

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি ফরমেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সংক্ষিপ্ত ফরমেটে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার শেষ ম্যাচেও উইন্ডিজদের পরাজিত করে প্রথমবারের মতো তাদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের স্বাদ পেল টাইগাররা।

এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার নজির রয়েছে বাংলাদেশের। তবে টি-টোয়েন্টি ফরমেটে এবারই ঘটলো এমন ঘটনা। ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। আর শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮০ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা।

এদিন জাকের আলীর ঝড়ো ফিফটিতে ১৮৯ রানের বিষয় সংগ্রহ পায় সফরকারীরা। জবাব দিতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভারের ৬০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেললে অনেকটাই পরাজয় নিশ্চিত হয়েছে ক্যারিবিয়ানদের। শেষ দিকে তেমন কেউ আর বড় ঝলক দেখাতে না পারলে হেরে যায় উইন্ডিজ। 

আরও পড়ুন :

» বাংলাদেশের হয়ে খেলার কারণ জানিয়ে যা বললেন হামজা

» লঙ্কা টি-টেন লিগে চ্যাম্পিয়ন সাব্বির-মোসাদ্দেকদের দল

বড় রান তাড়া করার চাপের মাঝে টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এদিন প্রতিপক্ষের সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এছাড়া ২টি করে উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ এবং মাহেদী হাসান। হাসান মাহমুদ এবং তানজিম সাকিব পেয়েছেন ১টি করে উইকেট।

এদিকে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে সৌম্যের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়ে দারুন ভাবে তা কাজে লাগান পারভেজ হোসেন ইমন। ২১ বলে খেলেন ৩৯ রানের আগ্রাসী ইনিংস। তবে আরেক ওপেনার লিটন দাস এদিনও ছিলেন ব্যর্থ। করেন ১৩ বলে ১৪ রান।

এরপর মাঝে দ্রুত কিছু উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পারফর্ম করার শামীম হোসেন আজ ফিরে গেছেন দুর্ভাগ্যজনক রান আউটে। মিরাজ খেলেন ২৯ রানের ইনিংস। তারপর পুরোটাই জাকের আলীর ম্যাজিক। ৬ ছক্কা ৩ চারে খেলেছেন ৪১ বলে ৭২ রানের দারুন ইনিংস। শেষ ৫ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৭৫ রান।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট