চলছে নারী এশিয়া কাপ ক্রিকেটের নবম আসর। এর আগে অনুষ্ঠিত ৮ মৌসুমের ৭ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবারও মহাদেশীয় এই টুর্নামেন্টে ফেভারিট দল তারাই। আজ এশিয়া কাপের সেমিফাইনালে মাঠে নামবে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারত ব্যতীত একমাত্র দল হিসেবে এই টুর্নামেন্টের শিরোপা জেতা দল- বাংলাদেশ।
আজ শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল নিশ্চিতের ম্যাচ।
চলমান এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে ছিল না বাংলাদেশ নারী দল। ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এর আগে অজিদের সঙ্গে খেলা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। এশিয়া কাপের শুরুটাও আশানুরূপ হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার কাজে হেরে টুর্নামেন্ট শুরু করলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্যে ভারত কতটা কঠিন প্রতিপক্ষ হতে পারে তা বোঝা যায় দুদলের মুখোমুখি পরিসংখ্যান দেখলেই। এখন পর্যন্ত ২২ দফা দুদল একে অপরের সম্মুখীন হয়েছে। যেখানে বাংলাদেশের সফলতা মোটে ৩ ম্যাচে। তবে এশিয়া কাপে মুখোমুখি দেখায় সমান ২ টি করে জয় পেয়েছে উভয় দল। যার মধ্যে ২০১৮ সালে এশিয়া কাপ জেতার মৌসুমেই দুই দফা ভারতকে হারিয়েছিল টাইগ্রেসরা।
বাংলাদেশের কাছে আজ সুযোগ থাকবে এশিয়া কাপের মুখোমুখি পরিসংখ্যানে ভারতের থেকে এগিয়ে যাওয়ার। যদি তেমন হয়, তবে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠবে বাংলাদেশ। আর প্রথমবারের মতো নারী এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হবে ভারত। তাই জয়ের লক্ষ্যেই আজ দুপুরে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
আরও পড়ুন: অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে সংযুক্ত আরব আমিরাত
ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৪/এফএএস