এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের শেষবার ঝালিয়ে নিতে আফগানদের সাথে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টানা দুটি হারে সিরিজ খুইয়ে এখন হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন- লজ্জা এড়াতে পারবে তো লিটন দাসরা?
তামিমবিহীন টাইগার দলের নেতৃত্ব লিটনের কাঁধে। দলের ব্যর্থতার পাশাপাশি নিজের অফফর্মে লিটন আছে দুশ্চিন্তায়। টপঅর্ডারদের ব্যাট যেন রান করতে ভুলে গেছে। বোলাররাও মাঝে মাঝে হারিয়ে ফেলছে লাইন ও লেন্থ। এর সুযোগ নিয়ে বাংলাদেশের উপর চড়াও হচ্ছে মোহাম্মদ নবীরা।
এদিকে টানা দুই হারের পর দলও ছন্নছাড়া। তামিমের বিরতি, এবাদতের ইনজুরিতে স্কোয়াড এলোমেলো। তাই একাদশ সাজাতে নতুন পরিকল্পনা করে এগোতে হচ্ছে স্বাগতিকদের। হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টাইগাররা কতটুকু সফল হবে তা মাঠে না নামা পর্যন্ত বলা যাচ্ছে না।
আগামীকাল দুপুর দুইটাই চট্টগ্রামের মাঠে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচে দেখা যাবে না এবাদতকে। এতে কপাল খুলতে পারে শরিফুলের। আবার মুস্তাফিজকে বিশ্রামে দিয়ে তাসকিনকে নামাতে পারে। তবে হোয়াইটওয়াশ এড়ানোর চিন্তা মাথায় রেখো দল সাজাতে গেলে একটু ঝামেলায় পড়বেন নির্বাচকরা।
স্পিন ঝালিয়ে নিতে তাইজুল ইসলামকেও খেলাতে পারেন নির্বাচকরা। আবার সাত নাম্বারে নেমে আফিফ ভালো করতে না পারাটা বাড়াচ্ছে উদ্বেগ। এই অবস্থায় সুযোগ মিলতে পারে তাইজুলের।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন, নাঈম, শান্ত, তাওহীদ, সাকিব, মুশফিক, আফিফ হোসেন/তাইজুল, মিরাজ, তাসকিন/শরিফুল, মুস্তাফিজ ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: ১৮ বছরেই বার্সেলোনায় আসছেন ব্রাজিলের নতুন তারকা
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৩/এজে