Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের শোধ নিতে আজ মাঠে নামবে বাংলাদেশ

Bangladesh team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- ইএসপিএন

গেল ২০২২ সালের পর টানা পাঁচ টি-টুয়েন্টি সিরিজে অপরাজেয় ছিল বাংলাদেশ দল। তবে এবার ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের স্বাদ পেয়েছে টাইগাররা। যদিও ওয়ানডে সিরিজে ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেসে খেলে হারায় স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখেই আজ তাই ওয়ানডে সিরিজ জিতে টি-টোয়েন্টির প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ।

আজ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামে বেলা আড়াইটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। সফরকারীদের ২৫৬ রানের লক্ষ্য টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে ৩২ বল আগেই টপকে যায় বাংলাদেশ।

আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে ঘরের মাঠে তাদের বিপক্ষে টানা দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে লঙ্কানদের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছিল স্বাগতিকরা। এবার দ্বিতীয় ম্যাচে টাইগাররা জয়ের হাসি হাসলে সুযোগ থাকবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করারও। এদিকে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের।

যদিও মুখোমুখি পরিসংখ্যানে শ্রীলঙ্কার তুলনায় ঢের পিছিয়ে আছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ৫৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত টাইগাররা জয়ের দেখা পেয়েছে কেবল ১১ ম্যাচে। অপরদিকে ৪২ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এছাড়া ২ ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রাখার সুযোগ নেই লঙ্কানদের। শেষ দশ ম্যাচে সমান পাঁচটিতে জয় পেয়েছে দু’দল।

উল্লেখ্য, টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যেই বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। এর আগে টি-টোয়েন্টি সিরিজ লঙ্কানরা জিতে নিলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ আছে দুদলের সামনেই। সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৮ মার্চ। এছাড়াও টেস্ট সিরিজের দুটি ম্যাচ ২২ এবং ৩০ মার্চ অনুষ্ঠিত হবে যথাক্রমে সিলেট ও চট্টগ্রামে।

আরও পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতে নতুন মাইলফলকের সামনে তাসকিন

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট