Connect with us
ক্রিকেট

সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। ছবি- ক্রিকইনফো

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ দল। আর এতেই শঙ্কা জেগেছে আফগানদের বিপক্ষে সিরিজ হারের। তবে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে আজ বিকালে মাঠে নামবে শান্তবাহিনী।

এর আগে গত বছর প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজিত হয়েছিল বাংলাদেশ। যেখানে তারা ঘরের মাঠে টাইগারদের হারিয়েছিল ২-১ ব্যবধানে। অবশ্য এরপর এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানিস্তানকে পরাজয়ের স্বাদ দেয় বাংলাদেশ। তবে গত বুধবার আরও একবার হেরেছে টাইগাররা।

শারজাহতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯২ রানে বড় ব্যবধানে হারিয়েছে আফগানরা। এদিন আগে ব্যাট করে টাইগারদের ২৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্বাগতিকরা। বিপরীতে মাত্র ১৪৩ রান করেই অলআউট হয়ে যায় শান্ত বাহিনী। যার মধ্যে শেষ ২৩ রান করতেই বাংলাদেশ হারিয়েছে তাদের ৮ উইকেট।

তবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘একটা ম্যাচ হেরেছি, এখনো দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে, পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। যেই ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন:

» বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেসহ আজকের খেলা (৯ নভেম্বর ২৪)

» মুশফিকের অনুপস্থিতিতে কেমন হবে দ্বিতীয় ম্যাচের একাদশ

মিরাজ আরও বলেন, ‘এখানে (শারজাহতে) অনেক বছর পর ওয়ানডে খেলেছি। তাছাড়া ৭-৮ মাস পর খেলেছি, সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই ভালো মানের। আপনি কখনই কোন দলকে ছোট বলতে পারবেন না।’

এদিকে প্রথম ম্যাচে উইকেট কিপিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। এতে চলমান ওয়ানডে সিরিজে আর পাওয়ার সম্ভাবনা নেই এই অভিজ্ঞ ক্রিকেটারকে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট