Connect with us
ক্রিকেট

বছরের প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ এবং শিরোপা নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয়ের অনেক কাছে গিয়েও ৩ রানে হেরেছিল টাইগাররা। তবে পরের ম্যাচেই সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। তাই আজ শেষ ম্যাচ দুই দলের জন্যেই অঘোষিত ফাইনাল।

আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজের শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে তিন দফায় শ্রীলঙ্কার সঙ্গে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজ খেললেও সফলতা পায়নি বাংলাদেশ।

শুধু তাই নয়, লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ জিততে পারলে টানা ছয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ অপরাজিত থাকবে টাইগাররা। এর আগে ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর এখন পর্যন্ত টানা চার টি-টোয়েন্টি সিরিজ জয় এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ।

২০২২ এর সেপ্টেম্বরে আরব আমিরাতকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারানোর মধ্য দিয়ে জয়ের এই ধারাবাহিকতা শুরু করে টিম টাইগাররা। ২০২৩ সালে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়েছিল সাকিবের দল। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে পেয়েছিল ২-১ ব্যবধানে সিরিজ জয়। আফগানদের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জয় ছিল ২-০ ব্যবধানে। এমনকি নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে এসেছে ১-১ ব্যবধানে, যা জয়ের থেকে কিছু কম ছিল না।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চলতে সিরিজে এখন পর্যন্ত সমতায় রয়েছে দু’দল। তাই শেষ ম্যাচ যারাই জিতবে সিরিজ জয়ের শিরোপা উঠবে তাদের হাতে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে নিশ্চিতভাবে পরিবর্তন আসছে লঙ্কান একাদশে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা। আর দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন লঙ্কানদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

আরও পড়ুন: মাহমুদউল্লাহর ওপর সবসময় আস্থা রেখেছেন নাজমুল হাসান পাপন

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট