আগামীকাল (শুক্রবার) ভূটানের থিম্পুতে পর্দা উঠবে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের। দক্ষিণ এশিয়ার ৭টি দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও নেপালকে নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
এবারের আসরে গ্রুপ এ থেকে অংশগ্রহণ করবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত ও মালদ্বীপ। অন্যদিকে গ্রুপ বি থেকে অংশগ্রহণ করবে পাকিস্তান, নেপাল শ্রীলঙ্কা ও ভুটান।
আগামীকাল (২০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এর আগে গত বছর অনূর্ধ্ব–১৬ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই সাফের মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন:
» ১ উইকেট পেলেই স্টেইনের যে রেকর্ডে ভাগ বসাবেন হাসান
» র্যাঙ্কিংয়ে পয়েন্ট হারাল ব্রাজিল-আর্জেন্টিনা, বাংলাদেশ কোথায়?
গত মাসেই অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশকে সাফের আরো একটি শিরোপা উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অনূর্ধ্ব-১৭ দল।
এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশের বয়সভিত্তিক দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘এই টুর্নামেন্টে খেলতে আমরা চার সপ্তাহের প্রস্তুতি নিয়েছি। আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ থেকে কীভাবে ৩ পয়েন্ট অর্জন করতে পারি, তার কৌশল নিয়ে ছেলেদের সঙ্গে আলোচনা করেছি।’
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/বিটি