Connect with us
ক্রিকেট

আবারও যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

Bangladesh will face USA again
বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে বাংলাদেশ। তাই সেদেশের আবহাওয়া ও পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগারা। তবে বিশ্বকাপ যাত্রা শুরু আগে ফের দলটির মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে একটি ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং অপর ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

আগামীকাল মঙ্গলবার (২৮ মে) প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। টেক্সাসের গ্র‍্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েই হারের মুখ দেখেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের হারের পর দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে শান্ত-সাকিবরা।

আগামীকাল আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। এবারও নিশ্চয়ই স্বাগতিকদের হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেবে শান্ত-সাকিবরা।

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। তার আগে এই প্রস্তুতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলোতে ভালো করতে পারলে টাইগারদের আত্মবিশ্বাস বাড়বে এবং মূল ম্যাচগুলোতে ভালো করতে পারবে।

আরও পড়ুন: বিশ্বকাপের ৬ দিন আগে বাংলাদেশের জার্সি উন্মোচন 

ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট