বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (১৭ মার্চ) ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’টি দল। ২১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ (শনিবার) ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের স্কোয়াডে নতুন মুখ ফারজানা হক লিজা ও নিশিতা আক্তার। তবে বাদ পড়েছেন গত দক্ষিণ আফ্রিকা সিরিজে থাকা লতা মন্ডল, শামীমা সুলতানা ও শরিফা খাতুন। তবে স্ট্যান্ডবাই হিসেবে ফারিহা ইসলাম তৃষ্ণার সাথে জায়গা পেয়েছেন শরিফা খাতুন ও লতা মন্ডল।
এবারই প্রথম বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অজি মেয়েরা। এই সফরের ওয়ানডে ম্যাচগুলো ২০২২-২৫ ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাছাড়া চলতি বছরই বাংলাদেশের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তাই টি-টোয়েন্টি সিরিজটি উভয় দলের জন্যই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ২১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২ দিন করে বিরতি দিয়ে ২৪ ও ২৭ মার্চ মাঠে গড়াবে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩১ মার্চ। এরপর ১ দিন করে বিরতি দিয়ে ২ ও ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
একনজরে সিরিজে পূর্ণাঙ্গ সময়সূচি:
ওয়ানডে সিরিজ:
তারিখ | ম্যাচ | সময় |
২১ মার্চ | প্রথম ওয়ানডে | সকাল ৯ টা |
২৪ মার্চ | দ্বিতীয় ওয়ানডে | সকাল ৯ টা |
২৭ মার্চ | তৃতীয় ওয়ানডে | সকাল ৯ টা |
টি-টোয়েন্টি সিরিজ:
তারিখ | ম্যাচ | সময় |
৩১ মার্চ | প্রথম টি-টোয়েন্টি | দুপুর ১২ টা |
২ এপ্রিল | দ্বিতীয় টি-টোয়েন্টি | দুপুর ১২ টা |
৪ এপ্রিল | তৃতীয় টি-টোয়েন্টি | দুপুর ১২ টা |
সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ফারজানা হক পিংকী, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।
স্ট্যান্ডবাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে চূড়ান্ত ম্যাচসূচি
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এমটি