চীনকে হারিয়ে ২০২৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ান কংগ্রেসে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ।
২০২৫ সালে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪ তম আসর বসবে। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে আজ ব্যাংককের এশিয়া কংগ্রেসে এর আয়োজক দেশ নির্বাচন করা হয়। এই নির্বাচনে চীনকে ১৪-১০ ভোটে পরাজিত করে আয়োজনের দায়িত্ব পায় বাংলাদেশ।
২০২৫ সালের ২৩-২৯ নভেম্বর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টর প্রধান ভেন্যু টঙ্গী। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হতে পারে। এর আগে ২০১৭ এবং ২০২১ সালে এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৩ তম আসর। এই আসরটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই টুর্নামেন্ট অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ আর্চারি দল।
আরও পড়ুন: ব্যাট কোম্পানিকে ধন্যবাদ জানালো রিয়াদ
ক্রিফোস্পোর্টস/০৩নভেম্বর২৩/এমটি