
ক্রীড়াঙ্গনের মধ্যে ঘুরেফিরে ক্রিকেটটাই বাংলাদেশে সবচেয়ে এগিয়ে আছে। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর অনেকেই দেশের খেলা দেখবে না বলে প্রতিজ্ঞাও করেছে। কিন্তু সিরিজ শুরু হলে ঠিকই স্কোরবোর্ড ও টিভিপর্দায় চোখ রাখবে। তাই তাদের জানিয়ে রাখছি এ বছরের বাকি নয় মাসে বাংলাদেশের ব্যস্ত সূচি রয়েছে।
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এ মাসেই শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসেই কোনো না কোনো ম্যাচ খেলবে টাইগাররা। সব মিলিয়ে এই নয় মাসে ৩৮টি ম্যাচ রয়েছে টাইগারদের।
মোট ৭টি সিরিজের মধ্যে ৫টি হোম সিরিজ ও দুটি অ্যাওয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শান্তবাহিনী। এরপর ১২টি ওয়ানডে ম্যাচ রয়েছে। আর সবচেয়ে কম ৬টি টেস্ট খেলবে টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করেছে বাংলাদেশ।
আরও পড়ুন
» ‘ধোনি আমার বাবার মতো’—কৃতজ্ঞতা জানিয়ে মাথিশা পাথিরানা
» আইপিএলে নজির গড়লেন শ্রীলঙ্কান স্পিনার কামিন্দু মেন্ডিস
এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজের পর মে মাসে পাকিস্তানের মাটিতে ৫টি টি-টোয়েন্টি। জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলবে দু’দল। জুলাই মাসে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।
পরে আগস্ট মাসে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বছর শেষ করবে টাইগাররা।
আরও পড়ুন
» বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে : এক নজরে টেস্ট সিরিজের সময়সূচি
চলতি বছর বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ-
এপ্রিল (হোম সিরিজ)
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২টি টেস্ট
১ম টেস্ট: ২০-২৪ এপ্রিল
২য় টেস্ট: ২৮ এপ্রিল-০২ মে
মে (অ্যাওয়ে সিরিজ)
বাংলাদেশ বনাম পাকিস্তান
৫টি টি-টোয়েন্টি
দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি
জুন (অ্যাওয়ে সিরিজ)
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২টি টেস্ট
৩টি ওয়ানডে
৩টি টি-টোয়েন্টি

মাঠে নিয়মিত ঘাম ঝরালেও সন্তোষজনক কোনো রেজাল্টই আসছে না।
জুলাই (হোম সিরিজ)
বাংলাদেশ বনামম পাকিস্তান
৩টি টি-টোয়েন্টি
আগস্ট (হোম সিরিজ)
বাংলাদেশ বনাম ভারত
৩টি ওয়ানডে
৩টি টি-টোয়েন্টি
অক্টোবর (হোম সিরিজ)
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
৩টি ওয়ানডে
৩টি টি-টোয়েন্টি
নভেম্বর (হোম সিরিজ)
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
২টি টেস্ট
৩টি ওয়ানডে
৩টি টি-টোয়েন্টি
ক্রিফোস্পোর্টস/৪এপ্রিল২৫/এজে
