টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এখন পর্যন্ত আট বারের দেখায় আটটিতেই হেরেছে টাইগাররা। তবে এবার সুযোগ এসেছে নতুন ইতিহাস গড়ার। শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয় পেতে আগামীকাল (সোমবার ) মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার (৮ জুন) শ্রীলঙ্কাকে হারিয়ে চলতি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। তবে এই ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় শান্ত বাহিনী। টানা দুই জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিতে আরও একধাপ এগিয়ে যেতে পারবে হাথুরুসিংহের শিষ্যরা।
চলতি আসরের অন্যতম কঠিন গ্রুপ ডি। যেখানে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশের মধ্যে পরের রাউন্ডে উঠা নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে ইতোমধ্যে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাছাড়া টানা দুই হারে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে উঠার পথ অনেকটা সহজ করে দিয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন:
» সেরা ছন্দে নেই সাকিব, ভালো করার উপায় বলে দিল বিসিবি
» লিটনের ধীরগতির ইনিংস নিয়ে তামিমের সমালোচনা
১ ম্যাচে ১ জয় নিয়ে দুইয়ে বাংলাদেশ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই অবস্থান করছে নেদারল্যান্ডস। তারাও টি-টোয়েন্টিতে যেকোনো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম। তাই তাদেরকে নিয়েও সতর্ক থাকতে হবে টাইগারদের।
আগামীকালের ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তবে এখানে পিচ খুবই মন্থর এবং বোলিংবান্ধব। তবে উইকেট নিয়ে চিন্তিত নন টাইগার কাপ্তান শান্ত।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের ম্যাচের আগে এই মাঠে ভারত ও পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে উইকেট সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাবো। তবে উইকেট যেমনই হোক, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যেকোনো দলকেই হারাতে পারব।’
আআগামীকাল (১০ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/বিটি