
আগামী মে মাসে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও আগামী বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে পাকিস্তান সফরের আগে আরেকটি সিরিজ খেলতে পারে বাংলাদেশ।
পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পর আরব আমিরাতে ট্রানজিট নেয়ার কথা বাংলাদেশের। এই সময় আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রাখার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়নি। দেশের একটি অনলাইন পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মে মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে থেকে ৩ জুনের মধ্যে সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে পারে। তার আগে যদি আরব আমিরাতের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হয় তাহলে ম্যাচগুলো ১৮ থেকে ২০ মে এর মধ্যে মাঠে গড়াতে পারে।
আরও পড়ুন:
» বিশ্বকাপ নিশ্চিতের পর র্যাঙ্কিংয়েও বড় উন্নতি নারী ক্রিকেটারদের
» শান্ত-জাকেরের ব্যাটে স্বস্তিতে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
চলতি বছর সেপ্টেম্বরে ভারতের মাটিতে বসবে এশিয়া কাপের আসর। পরবর্তী বিশ্বকাপ আসর টি-টোয়েন্টি ফরম্যাটের হওয়ায় এবারের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এই দুটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে বেশি মনোযোগ দিচ্ছে বিসিবি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রায় দুই মাসে পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। গত ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে সিলেটে। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৫/বিটি
