Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের আগে আরো একটি সিরিজ খেলবে বাংলাদেশ

Bangladesh Cricket Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী জুনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। ব্যাটে-বলের লড়াইয়ে মেতে উঠতে প্রস্তুতিতে নেমেছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো বড় বড় দলগুলো। অন্যান্য দেশের দলগুলোর মতো বাংলাদেশও বিশ্বকাপের প্রস্তুতিতে নামছে।

বিশ্বকাপের আগে নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করতে দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এবার টাইগারদের প্রস্তুতির তালিকায় যুক্ত হলো আরো একটি সিরিজ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ডালাসে। তাই যুক্তরাষ্ট্রের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড। বিসিবির একটি সূত্র জানায়, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ডালাসে। তবে ম্যাচের দিন-তারিখ এখনো চুড়ান্ত হয়নি।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

আরও পড়ুন: বিপিএলে চলে সার্কাস, খেলা দেখে বিরক্ত হাতুরুসিংহে 

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট