Connect with us
ক্রিকেট

দ.আফ্রিকার বিপক্ষে সন্ধ্যায় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ

ঘরের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের টার্গেট এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ভালো করা। সেই লক্ষ্যে আজ রবিবার (৩ ডিসেম্বর) ৩ ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেনোনিতে শুরু হবে ম্যাচটি।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে কিম্বার্লিতে ৬ ও ৮ ডিসেম্বর। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ গুলো ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনিতে অনুষ্ঠিত হবে। সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হবে।

ঘরের মাটিতে সদ্য পাকিস্তানকে সিরিজ হারানোর সুখোস্মৃতি রয়েছে বাংলাদেশ দলের। সেই জয়ের আত্মবিশ্বাস কাজে দেবে চলতি সিরিজেও। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো করার আশা নিয়েই আফ্রিকা সফরে গিয়েছে নিগার সুলতানারা। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা বাংলাদেশের স্কোয়াড থেকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই সিরিজে।

পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন তবে এবার জায়গা হারিয়েছেন সানজিদা আক্তার মেঘলা (স্ট্যান্ডবাই) ও নিশীতা আক্তার নিশি। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সিরিজের স্কোয়াডে না থাকা লতা মন্ডল ও শরীফা খাতুনকে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি দুই ফরমেটেই সিরিজ জিতেছিল বাংলার নারীরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আসন্ন ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পাবে। অপরদিকে ১২ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, ফারজানা হক পিংকি, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, মারুফা আক্তার ও ফাহিমা খাতুন।

স্ট্যান্ডবাই : সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও নিশীতা আক্তার নিশি।

আরও পড়ুন: দেড় সপ্তাহ পর ফাইনালে হারের কারণ নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

ক্রিফোস্পোর্টস/০৩ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট