Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে টিকে থাকতে আজ ভারতকে সমর্থন করবে বাংলাদেশ?

ভারত ক্রিকেট দল। ছবি- ক্রিকইনফো

সুপার এইটের গ্রুপ-১ থেকে প্রতিটি দলের ইতোমধ্যে শেষ হয়েছে দুটি করে ম্যাচ। তবে এখনো চূড়ান্তভাবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি কোন দল। এখনো সুযোগ আছে বাংলাদেশসহ চার দলেরই সেমিতে পৌঁছানোর। অবশ্য টাইগারদের সেমিফাইনালের সমীকরণ মেলাতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের জয়ের নেই কোন বিকল্প।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছেও টাইগাররা হয়েছে লজ্জার শিকার। দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে থাকলেও এখনো কাগজে-কলমে টিকে রয়েছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ।

সুপার এইটে গ্রপ-১ থেকে সেমির টিকিট অনেকটাই নিশ্চিত করে রেখেছে ভারত। বড় ধরনের কোন চমক না ঘটলে সেমির একটা অবস্থান ভারতের দখলেই থাকছে। এখন পর্যন্ত দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিতের দল। আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া দুই ম্যাচ খেলে পেয়েছে সমান ২ পয়েন্ট। কোন ম্যাচ না জেতায় শূন্য হাতে গ্রুপের তলানিতে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের সামনে যে সমীকরণে :

অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে যদি অজিরা পরাজিত হয় তবে সুপার এইট থেকে তাদের সবশেষ পয়েন্ট হবে ২। আর ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিতে যাবে ভারত। তখন গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে সুযোগ থাকবে বাংলাদেশের। কেননা টাইগাররা শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ এবং আফগানিস্তান উভয় দলের পয়েন্টই অস্ট্রেলিয়ার সমান ২ হবে।

অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান হওয়ায় তখন দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে, সেটি হিসেব হবে নেট রানরেটের ভিত্তিতে। বর্তমানে টাইগারদের নেট রানরেট (-২.৪৮৯)। অপরদিকে আফগানদের নেট রানরেট (-০.৬৫০) এবং অজিদের নেট রানরেট (+০.২২৩)। তাই শেষ ম্যাচে নিজেদের নেট রানরেট বাড়াতে আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতও বড় জয় পেলে মোক্ষম সুযোগ থাকবে বাংলাদেশের।

বাংলাদেশের এই সমীকরণ মেলাতে হলে তাকিয়ে থাকতে হবে উভয় ম্যাচের ফলাফলের দিকে। তবে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে আর কোন সুযোগ থাকবে না বাংলাদেশের সামনে। নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে টাইগারদের। তাই টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে ভারতকে সমর্থন করতেই পারে বাংলাদেশ। আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে এই দুদল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিতে ইংল্যান্ড

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট