
চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার টানা তৃতীয় জয়ের খোঁজে টাইগ্রেসরা। তৃতীয় ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে জ্যোতিরা। টাইগ্রেসদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। এরপর দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। আইরিশদের দেয়া ২৩৬ রানের টার্গেট টপকে জয় তুলে নেয় দলটি। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
টানা দুই জয়ের পর স্বাভাবিকভাবেই অনেকটা আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। স্কটল্যান্ডের বিপক্ষে ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে টাইগ্রেসরা। টানা তৃতীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিত পেতে আরও একধাপ এগিয়ে যেতে চাইবেন জ্যোতিরা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- বিসিবি
আরও পড়ুন:
» পুনরায় জাতীয় দলে ফেরার সুযোগের অপেক্ষায় ফাহমিদুল
» জিম্বাবুয়ে সিরিজের আগে নতুন কোচ পেল বাংলাদেশ
তবে এই টুর্নামেন্টে স্কটল্যান্ডও দুর্দান্ত খেলছে। এখন পর্যন্ত ৩ ম্যাচে ২টি জয় তুলে নিয়েছে তারা। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডকে হারিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষেও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সক্ষমতা রয়েছে দলটির। তাই স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই টাইগ্রেসদের। মাঠে নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নিতে চাইবেন জ্যোতিরা।
আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
উল্লেখ্য, ইতোমধ্যে ৬ দল নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ করে নিয়েছে। চলমান বাছাইপর্ব থেকে ২ দল বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পাবে। যদিও এখনও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি কোনো দল। তবে বাংলাদেশ বাকি ম্যাচের মধ্যে দুটিতে জয় তুলে নিলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৫/বিটি
