আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরই সেপ্টেম্বরে ভারত সফরে যাবে শান্ত-সাকিবরা। ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের দিনক্ষণও চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৪ সালটা বাংলাদেশ জাতীয় দলের জন্য ব্যস্ততার এক বছর। কিছু দিন আগেই পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। তারপরেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সিরিজ শেষে জিম্বাবুয়েকে আতিথেয়তা দেবে লাল সবুজেরা। আফ্রিকার দেশটির বিপক্ষে সিরিজ শেষ করে টাইগাররা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিবে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সেরে নেবে নাজমুল হোসেন শান্তর দল।
বিশ্বকাপ শেষেও বিশ্রামের ফুরসত নেই চণ্ডিকা হাথুরুসিংহের শীষ্যদের। টুর্নামেন্ট শেষে আফগানিস্তান ও পাকিস্তানকে মোকাবেলা করেই ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগার শিবির। ক্রিকেট বোর্ডের এক সূত্র থেকে জানা যায়, এক মাসের সফরটি ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবরে গিয়ে শেষ হবে। ২০২৪ সালের এফটিপি’র অন্তর্ভুক্ত সফরটিতে মোট দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দল দু’টি।
এর আগে টাইগাররা সবশেষ ভারত সফরে গিয়েছিল ওয়ানডে বিশ্বকাপে। যদিও সফরের আগে আশার ফানুশ উড়িয়ে ভারতে গেলেও বিধ্বস্ত হয়ে দেশে ফিরতে হয়েছিল সাকিব-শান্তদের। তাই সেসব দুঃস্মৃতি ভুলে নতুন উদ্যমে সিরিজটি রাঙাতে চাইবে শান্তর নেতৃত্বাধীন লাল সবুজেরা।
বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা অবশ্য নিজেদের নতুন উদ্যমে ফিরে পেয়েছে। দল দু’টির সঙ্গে দুর্দান্ত সব জয় তুলে নিয়েছে বাংলাদেশ। অপর দিকে ভারত বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলকে বেছে নিয়েছে।
আরও পড়ুন: ম্যাচ প্রিভিউ: কলকাতা-হায়দরাবাদ কে এগিয়ে?
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এমএস/এমটি