অনেক প্রত্যাশা আর ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। তবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে রীতিমতো নাস্তানাবুদ হয় টাইগাররা। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই মনে করেন নাফিস ইকবাল খান।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লজিস্টিক ম্যানেজার নাফিস বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন ভারতে। আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে এক পোস্ট করে পরের ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি।
তবে যেভাবে টেস্ট সিরিজ শুরু করার প্রত্যাশা ছিল তেমনটা হয়নি বলে উল্লেখ করেন নিজের পোস্টে। প্র্যাকটিস সেশনে তোলা নিচের একটি ছবি আপলোড করে ক্যাপশনে নাফিস লিখেছেন, ‘সিরিজ খুব ভালো ভাবে শুরু হয়নি। তবে পরের ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়াবো, ইনশাআল্লাহ। দলের জন্য দোয়া করবেন।’
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। এতে করে এখন পর্যন্ত মুখোমুখি লাল বলের ১৪ লড়াইয়ের ১২টিতেই হেরেছে টাইগাররা। বাকি দুই ম্যাচ বৃষ্টির কারণে হয়েছিল ড্র। তাই সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে জয়ের খাতা খুলে ইতিহাস গড়তে চাইবে বাংলাদেশ।
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে শান্ত বাহিনী। প্রথম ম্যাচ থেকে ভুলের শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে কঠিন লড়াই ভারতকে দিতে চাইবে টাইগাররা। কিছুদিন আগেই পাকিস্তানকে তাদের ঘরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: কানপুর টেস্টে কি দেখা যাবে বুমরাহকে?
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৪/এফএএস