বিপিএল শেষ হতেই শুরু হয়েছে টিম টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট ব্যস্ততা। এরই মধ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ হয়েছে প্রথম ম্যাচ। যেখানে দারুন লড়াই করে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও জাকের-রিয়াদের ব্যাটিং মন কেড়েছে ভক্ত সমর্থকদের। তাই আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।
আজ বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে এই ম্যাচে কিছুটা চাপে থাকবে টাইগাররা। কেননা হারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ খোয়াতে হবে ঘরের মাঠে।
এদিকে প্রথম টি-টোয়েন্টি শেষ হওয়ার দুই দিন হলেও এখনো থামেনি জাকের বন্দনা। জাতীয় দলে এসে প্রথম ম্যাচে তার পারফরম্যান্স হৃদয় কেড়েছে সবার। গতকাল (মঙ্গলবার) এক অনুষ্ঠানে গিয়ে মিরাজ বলেন, ‘অনিক অসাধারণ খেলেছে। ওর জন্য এটা দরকার ছিল। আমি মনে করি ও এটা ডিজার্ভ করে। কারণ সে অনেক পারফর্ম করেছে। ঘরোয়া ক্রিকেটে, বিপিএলে অনেক ভালো খেলেছে গত ২-৩ বছর।’
২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। তবে যেভাবে লড়াই করেছে টাইগাররা তাতে আজকের ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাস মিরাজ, ‘আমার কাছে একটা জিনিস মনে হয় আমরা যেহেতু ২০০ রান করতে পেরেছি আমরা যেভাবে খেলেছি এরকম যদি খেলতে পারি টি-টোয়েন্টিতে মনে হয় না আমরা বেশি ম্যাচ হারব। হয়ত দেখা যাবে এরপরের ম্যাচে আমরা জিতব। যদি এমন আমরা খেলতে পারি।’
উল্লেখ্য, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ সোমবার। এরপর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ, যেখানে আগামী ১৩, ১৫ ও ১৮ মার্চ তিনটি ম্যাচ খেলা হবে চট্টগ্রামে। বাংলাদেশ সফরের ইতি ঘটবে ২২ এবং ৩০ মার্চ যথাক্রমে সিলেট এবং চট্টগ্রামে দুটি টেস্ট আয়োজনের মধ্য দিয়ে।
আরও পড়ুন: বিপিএলে অংশ নিতে চায় রাজশাহী-নোয়াখালীসহ চার দল
ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এফএএস