Connect with us
অন্যান্য

স্পেশাল অলিম্পিকে ইউক্রেনকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ

BD gold spl olympic
স্পেশাল অলিম্পিকে ফ্লোরবলে স্বর্ণ জয় করেছে বাংলাদেশ

মূল অলিম্পিকে স্বর্ণ জয়ের খেতাব আজও পায়নি বাংলাদেশ। কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বিষয় হয়েছে আরেক স্বর্ণ জয়ে। স্পেশাল অলিম্পিকে ইতালির তুরিনে স্পেশাল অলিম্পিকের উইন্টার গেমসে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে গত আসরেও প্রথম হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার নারী ফ্লোরবলের ফাইনালে ইউক্রেনের মেয়েদের হারিয়ে স্বর্ণ ঘরে তোলে বাংলাদেশ। ৪-২ গোলের এই ম্যাচে অধিনায়ক স্বর্ণা, ফাতেমা তাবাল্লিন ও ফাবিয়া একটি করে গোল করেন।

ফ্লোরবল দলে বাংলাদেশের কোচ বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু। দলের দলনেতা হিসেবে আছেন সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শেখ আবুল হাশেম আর উপ দলনেতা ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা।


আরও পড়ুন:

» পিএসএলের জন্য এখনও বিসিবিতে দরখাস্ত দেননি লিটন-নাহিদ-রিশাদ

» বাংলাদেশে হামজার সূচি, কখন কোথায় দেখা যাবে তাকে?


বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে দুটি অলিম্পিক গেমস হয়। যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই।

Floorball

স্পেশাল অলিম্পিকে ফ্লোরবলে অংশ নেয়া বাংলাদেশের ৮জন।

সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। শুধু ফ্লোরবলই অনেকটা হকির মতো ইনডোরে হয়। বাংলাদেশ শুধু এতেই অংশগ্রহণ করে!

এবারের আসরে বাংলাদেশ থেকে ফ্লোরবল ইভেন্টে অংশ নিয়েছেন- অনিতা খাতুন, ফাতেমা আক্তার, স্বর্ণা আক্তার, ফাবিয়া খাতুন, তানজিলা খাতুন, তানমুন ইসলাম, মুক্তা আক্তার ও তমাল্লিন।

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য