Connect with us
ক্রিকেট

ভারতকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা জয়

Bangladesh U19 vs IndiaU19
যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

বাংলাদেশকে আরো একটি শিরোপা এনে দিলো যুবারা! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপার দেখা পেল যুবা টাইগাররা। আজ রবিবার (৮ ডিসেম্বর) ফাইনালে ভারতকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা। 

দুবাইয়ে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৯৮ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩৫.২ ওভারে ১৩৯ রান করে অলআউট হয়ে যায় ভারত।

মাঝারি লক্ষ্য ডিফেন্ড করতে নেমে শুরুতেই ভারত শিবিরে আঘাত হানে বাংলাদেশ। বিধ্বংসী ওপেনার আয়ুশ মাহাত্রেকে ১ রানেই ফেরান পেসার আল ফাহাদ। এরপর আরেক বিধ্বংসী ওপেনার বৈভব সূর্যবংশীকে দলীয় ২৪ রানে ফেরান আরেক পেসার মারুফ মৃধা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯ রান।

দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপদে পড়ে ভারত। তবে বাংলাদেশের বোলিংয়ে সামনে বড় কোনো জুটি গড়তে পারেনি দলটি। দলীয় ৪৪ রানেই আরেক উইকেট হারায় তারা। এবার আন্দ্রে সিদ্দার্থকে ২০ রানে ফেরান রিজান হোসেন। তবে দলীয় ৭৩ রানে ইকবাল হোসেন ইমন এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে চালকের আসনে নিয়ে আসেন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে ভারত।

Iqbal Hossain Emon

২১তম ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইমন। ছবি- সংগৃহীত

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে বড় দুঃসংবাদ পেল ভারত

» ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যর ব্যাটে তাকিয়ে বাংলাদেশ 

তবে অষ্টম উইকেটে অধিনায়ক মোহাম্মদ আমান ও হার্দিক রাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভারত। তবে এই জুটি ভেঙে দেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ইনিংসের ৩২তম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়েই ভারতের অধিনায়ককে ফিরিয়ে ২৪ রানের জুটিটি ভেঙে দেন তিনি। নিজের দ্বিতীয় স্পেলে এসে বিধ্বংসী হয়ে ওঠা হার্দিকেও (২৪) ফেরান আজিজুল। এরপর চেতন শর্মাকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন এই উঠতি তারকা।

বাংলাদেশের পক্ষে সমান ৩টি করে উইকেট শিকার করেছেন আজিজুল ও ইমন। এছাড়া আল ফাহাদ ২টি এবং রিজান ও মারুফ ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ফাইনালের বড় মঞ্চে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা টপ অর্ডার ব্যাটাররা। জাওয়াদ আবরার ২০ রান করলেও কালাম সিদ্দিকি অ্যালিন ১ এবং আজিজুল তামিম ১৬ রান করে ফিরে যান। এরপর শিহাব জেমসের ৪০, রিজান হোসেনের ৪৭, ফরিদ হাসান ফয়সালের ৩৯ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৯৮ রানের পুঁজি পায় যুবা টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৯৮/১০ (৪৯.১ ওভার)
ভারত অনূর্ধ্ব-১৯ : ১৩৯/১০ (৩৫.২ ওভার)
ফলাফল : বাংলাদেশ ৫৯ রানে রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট