ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান মেহেদি হাসান মিরাজ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। একাদশ থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানা। একাদশে ফিরেছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া মাস পর একাদশে জায়গা করে নিয়েছেন শাহাদাত হোসেন দীপু।
এছাড়া ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম।
আরও পড়ুন:
» আইপিএলে ১৩ ক্রিকেটারের নাম পাঠাল বিসিবি
» পার্থ টেস্ট : ৭২ বছরে প্রথমবার ঘটল এমন ঘটনা
এদিকে ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। যেখানে বাংলাদেশের একাদশে রয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে সফকারীরা।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রাথওয়েট, মাইকেল লুইস, অ্যালিক আথানজে, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রেভার্স, জসুয়া ডি সিলভা, আলজারি জোসেপ,শামার জোসেপ কেমার রোচ, জাইডেন সিলস।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৪/বিটি