ক্রিকেট ইভেন্ট ঘিরে যে আশা ছিল তা পূরণ করেছে বাংলাদেশ নারী দল। যদিও তৃতীয় স্থানের চেয়ে একটু উপরে থাকলে আরও ভালো লাগতো। নারী ক্রিকেট ইভেন্টে তৃতীয় হয়ে এশিয়ান গেমসের ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তান নারী দলকে ৫ উইকেটে হারিয়ে এই পদক পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ১৮.২ ওভারে ৬৫ রান ছুঁয়ে ফেলে স্বর্ণারা।
টি-টুয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিলো মাত্র ৬৫ রান। চীনের ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে ৬৪ রানে থামিয়ে দেয় বাঘিনীরা। পরে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে উল্লাসে মেতে ওঠে।
ছোট লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের হয়ে ২৭ রানের ওপেনিং জুটি এনে দেন শামীমা ও সাথী। তবে ওপেনিং জুটি ভাঙার পর দ্রুত ৪টি উইকেটের পতন ঘটায় হারের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে বিপদ ঘটেনি।
শামীমা ও সাথী দুজনই আউট হন ১৩ রান করে। স্বর্ণা ১৪ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে সান্ধু ১০ রান খরচায় ৩টি উইকেট নেন।
পাকিস্তানের হয়ে আলিয়া ১৭, নিদা ১৪, শামস ১৩ এবং নাতালিয়া ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে স্বর্ণা ১৬ রান খরচায় নেন ৩টি উইকেট। সানজিদা ২টি এবং মারুফা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে
ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৩/এজে