Connect with us
ক্রিকেট

সুপার ওভারের নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারালো বাংলাদেশের নারীরা

BanW vs PakW
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

অবশেষে ওয়ানডেতে ঘুরে দাড়ালো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তান নারীদেরকে হারিয়েছে নিগার সুলতানার দল।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুরের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুজি পায় বাঘিনীরা। ১৭০ রানের লক্ষ তাড়া করতে নেমে ৪৯.৫ বলে ১৬৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। স্কোরলাইন সমান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভার প্রথমে ব্যাট করে পাকিস্তান। মাত্র ৫ বল খেলেই ২ উইকেটে হারিয়ে ফেলে তারা। যেখানে তাদের রান সংখ্যা ছিল ৭। ৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার দিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান ওপেনার সুবহানা মুস্তারি।

এরপর ব্যাটিংয়ে আসেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি । তখন জয়ের জন্য প্রয়োজন এক বলে দুই রান। তবে শেষ বলে চার মেরে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন জ্যোতি। পাশাপাশি ম্যাচ সেরার পুরষ্কারটিও জিতে নেন বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে একমাত্র অর্ধশতক হাকানো এই উইকেটরক্ষক ব্যাটার

এই জয়ে সিরিজে এক এক সমতা ফিরিয়েছে জ্যোতিরা। আগামী ১০ নভেম্বর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে নিয়ে শঙ্কা

ক্রিফোস্পোর্টস/০৭নভেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট