Connect with us
ক্রিকেট

নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট

Bangladesh women's cricket is about to enter a new era
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

কয়েকমাস আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পরই দেশের ক্রিকেটের উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন তিনি। এবার এক ইতিহাস রচনা করল ফারুক নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিনদিনের বাংলাদেশ নারী ক্রিকেট লিগ (বিসিএল)।

সাধারণত এতদিন বিসিবি ছেলেদের বিসিএল আয়োজন করলেও নারীদের জন্য ছিল না কোনো ঘরোয়া লিগের আয়োজন। তবে এবার প্রথমবারের মতো নারীদের জন্য বাংলাদেশ ক্রিকেট লিগের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী ২১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ৩ দিনের প্রথম শ্রেণি ক্রিকেটের এই আসর।

বাংলাদেশের মেয়েরা এর আগে ২দিনের ম্যাচ খেললেও এইবারই প্রথম তিন দিনের ম্যাচ খেলতে যাচ্ছে শারমিন-জ্যোতিরা। ছেলেদের মতোই চারটি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে মেয়েদের প্রথম বিসিএল টুর্নামেন্ট। দলগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

আরও পড়ুন:

» সাকিব আল হাসানকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন শিশির

» এবার শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ, বিসিবির দল ঘোষণা 

আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে পুরো টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহীর দুই স্টেডিয়ামে। নারী বিসিএলের প্রথম রাউন্ড শুরু ২১ ডিসেম্বর। এদিন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। একই দিনে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল।

এরপর আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে নারী বিসিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা। যেখানে রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। এছাড়া বাংলা ট্র্যাক ক্রিকেট গ্রাউন্ডে লড়বে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

একনজরে নারী বিসিএলের দলগুলোর স্কোয়াড :

উত্তরাঞ্চল : সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণি সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

পূর্বাঞ্চল : ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।

দক্ষিণাঞ্চল : রাবেয়া (অধিনায়ক) , শামিমা সুলতানা, বিথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস।

মধ্যাঞ্চল : নিগার সুলতানা (অধিনায়ক), মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মণ্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট